মুম্বই রোডে মুণ্ডহীন দেহ, বাড়ছে টহল

চারদিনের ব্যবধানে উলুবেড়িয়ায় মুম্বই রোডের ধার থেকে দু’টি দেহ উদ্ধারের ঘটনায় নড়েচড়ে বসল পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

উলুবেড়িয়া শেষ আপডেট: ১৭ জুন ২০১৬ ০৭:৫৬
Share:

চারদিনের ব্যবধানে উলুবেড়িয়ায় মুম্বই রোডের ধার থেকে দু’টি দেহ উদ্ধারের ঘটনায় নড়েচড়ে বসল পুলিশ।

Advertisement

গত সোমবার সকালে বীরশিবপুরে বছর পঁচিশের এক যুবকের দেহ উদ্ধার হয়। তাঁর গলায় ফাঁস লাগানো ছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ওই যুবককে খুন করা হয়। ফের বৃহস্পতিবার সকালে বেলেসিজবেড়িয়া গ্রামে মুণ্ডুহীন এক যুবকের দেহ উদ্ধার করে পুলিশ। মুম্বই রোড সংলগ্ন ওই গ্রামে যুবকের দেহ পড়ে থাকতে দেখে বাসিন্দারা থানায় খবর দেন। রাস্তার একদিকে পড়েছিল মুণ্ডুটি। অন্য দিকে পড়েছিল ধড়। দু’টিই ছিল বস্তাবন্দি। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান ধড় এবং মুণ্ড একই ব্যক্তির। খুন করে দেহটি দ্বিখণ্ডিত করে দুষ্কৃতীরা ফেলে রেখে যায়।

বীরশিবপুর এবং উলুবেড়িয়া দু’টি ঘটনাতেই দেহ দু’টি শনাক্ত না হওয়ায় তদন্তের কাজে সে ভাবে এগোনো যাচ্ছে না বলে পুলিশ জানিয়েছে। গ্রামীণ জেলা পুলিশের এক কর্তার দাবি, মৃতেরা স্থানীয় কেউ নন। তাঁদের বাইরে খুন করে এখানে ফেলে দেওয়া হয়েছে। দু’টি খুনের ঘটনার মধ্যে যোগসূত্র থাকলেও থাকতে পারে। অন্তত একজনের পরিচয় পাওয়া গেলে তদন্তে সুবিধা হবে। শনাক্তকরণের জন্য পুলিশের পক্ষ থেকে মৃতদের ছবি এবং বিবরণ রাজ্যের সব থানায় পাঠানো হয়েছে। পর পর দেহ উদ্ধারের পরে পুলিশ মুম্বই রোডে টহলদারির সময় আরও বাড়াচ্ছে। গ্রামীণ জেলা পুলিশ সুপার সুকেশ জৈন বলেন, ‘‘অন্যত্র খুন করে তার দেহ চুপিসাড়ে কেউ ফেলে যাচ্ছে। এই কাজ যাতে কেউ না করতে পারে সে জন্য টহলদারি বাড়ানো হবে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন