পান্ডুয়ায় বধূ খুনে অভিযুক্ত স্বামী

সোমবার সকালে পান্ডুয়ার ঘোড়াগাছিতলার একটি ভাড়াবাড়ি থেকে চামেলি মালিক (৩২) নামে এক বধূর মৃতদেহ উদ্ধার করল পুলিশ। স্বামী অরুণ মালিক তাঁকে খুন করেন বলে অভিযোগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৫ ০১:২৭
Share:

সোমবার সকালে পান্ডুয়ার ঘোড়াগাছিতলার একটি ভাড়াবাড়ি থেকে চামেলি মালিক (৩২) নামে এক বধূর মৃতদেহ উদ্ধার করল পুলিশ। স্বামী অরুণ মালিক তাঁকে খুন করেন বলে অভিযোগ। পুলিশ জানায়, অভিযুক্ত পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চলছে। বালিশ চাপা দিয়ে ওই বধূকে খুন করা হয়েছে বলে তদন্তকারীদের অনুমান। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, অরুণ আদতে বর্ধমানের আমনপুরের বাসিন্দা। মাস নয়েক আগে তাঁর সঙ্গে পান্ডুয়ার বাসিন্দা চামেলির বিয়ে হয়। দু’জনেরই এটি দ্বিতীয় বিয়ে। মাস ছ’য়েক ধরে তাঁরা ঘোড়াগাছিতলায় একটি বাড়িতে ভাড়া থাকছিলেন। সকাল সাড়ে ছ’টা নাগাদ দু’জনেই কাজে বেরোতেন। রাতে ফিরতেন। এ দিন সকাল ন’টা বেজে যাওয়ার পরেও দরজা বন্ধ দেখে বাসিন্দারা ডাকাডাকি করেন। দরজা না খোলায় তাঁদের সন্দেহ হয়। পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে দরজা ঠেলে ভিতরে ঢুকে দেখে, খাটে ওই বধূর দেহ পড়ে রয়েছে। বধূর বাবা শঙ্কর মালিক জামাইয়ের বিরুদ্ধে মেয়েকে খুনের অভিযোগ করেন থানায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement