শ্যামপুরে গ্রেফতার স্বামী

হোটেলে নিয়ে গিয়ে স্ত্রীকে খুন

বিবাহ বহির্ভূত সম্পর্ক হয়েছে। এই সন্দেহে স্ত্রীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। শনিবার দুপুরে ঘটনাটি ঘটে হাওড়ার শ্যামপুরের গড়চুমুকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৬ ০১:৩৪
Share:

গড়চুমুকে হোটেলের এই ঘরেই খুন হন অনিতা। — সুব্রত জানা

বিবাহ বহির্ভূত সম্পর্ক হয়েছে। এই সন্দেহে স্ত্রীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। শনিবার দুপুরে ঘটনাটি ঘটে হাওড়ার শ্যামপুরের গড়চুমুকে। নিহতের নাম অনিতা মাহাতো (৩০)। স্বামী গৌতমকে পুলিশ গ্রেফতার করেছে।

Advertisement

পুলিশ জানায়, গৌতম তাঁর স্ত্রীকে নিয়ে দিল্লিতে থাকতেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গৌতমের সন্দেহ হয়, তাঁর স্ত্রী সঙ্গে অন্য কারও সম্পর্ক তৈরি হয়েছে। সেই সন্দেহ থেকেই স্ত্রীকে খুনের পরিকল্পনা করেন গৌতম। বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে শুক্রবার সন্ধ্যায় স্ত্রীকে গড়চুমুকে নিয়ে আসেন ধৃত। সেখানে একটি হোটেলে ঘর ভাড়া করেন। শনিবার দুপুরে সেই হোটেলের ঘরেই স্ত্রীকে ধারাল অস্ত্র দিয়ে কোপান। অনিতাদেবীর চিৎকার শুনে হোটেলকর্মীরা বেরিয়ে আসেন। তাঁরাই পুলিশকে খবর দেন। পুলিশ এসে অনিতাদেবীকে মৃত অবস্থায় উদ্ধার করে। পরে গৌতমকে ধরা হয়।

পুলিশ জানিয়েছে, গৌতম দিল্লির বাসিন্দা হলেও ডানকুনিতে তাঁর দাদার বাড়ি আছে। তাঁর শ্বশুরবাড়ি কাঁচড়াপাড়ায়। ফলে এই রাজ্যের বিভিন্ন এলাকায় তাঁর যাতায়াত ছিল। সেই সুবাদেই তিনি স্ত্রীকে এনে গড়চুমুকের এই হোটেলে তোলেন। দুপুরে গৌতমকে হোটেল থেকে ধরে আনার পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে গৌতম স্ত্রীকে খুনের কথা স্বীকার করেছেন। তার পরেই রাতে তাঁকে গ্রেফতার করা হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement