ঘড়ির মোড়ে বিক্ষোভ সমাবেশ। — নিজস্ব চিত্র।
কর্মস্থলে স্থায়ীকরণ, সাম্মানিকের পরিবর্তে নির্দিষ্ট মাসিক বেতন, মা-শিশুদের খাদ্যের বরাদ্দ বাড়ানো-সহ একগুচ্ছ দাবিতে শুক্রবার সকালে চুঁচুড়ার ঘড়ির মোড়ে বিক্ষোভ দেখালেন জেলার কয়েকশো অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা। শেষে জেলা প্রশাসনের কাছে দাবি সংবলিত স্মারকিলিপিও পেশ করেন তাঁরা। প্রশাসনের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টার আশ্বাস দিয়েছেন জেলাশাসক সঞ্জয় বনশল। বিক্ষোভকারীদের দাবি, খোলা জায়গায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ করে নিজস্ব ভবন নির্মাণ করতে হবে, প্রতিটি কেন্দ্রে একজন কর্মী এবং একজন সহায়িকা নিয়োগ জরুরি। সরকারি কর্মীর স্বীকৃতি না-পাওয়াতেও তাঁরা ক্ষোভ প্রকাশ করেন। অঙ্গনওয়াড়ি কর্মী সংগঠনের জেলা সম্পাদিকা মহুয়া দেবনাথ বলেন, ‘‘সরকারি সমস্ত কাজ আমাদের কর্মীদের দিয়ে করানো হচ্ছে। তা সত্ত্বেও আমাদের সরকারি স্বীকৃতি দেওয়া হয় না। দীর্ঘদিন ধরেই নানা সমস্যার সন্মুখীন হয়েও নিষ্ঠার সঙ্গে এই কাজ করে চলেছি।’’