অসম্পূর্ণ শৌচাগারের কাজ শুরু পান্ডুয়ায়

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পান্ডুয়া শেষ আপডেট: ০৩ মে ২০১৭ ০১:১৫
Share:

সমাপ্ত: শেষ হয়েছে শৌচাগার তৈরির কাজ। নিজস্ব চিত্র

অভিযোগ পেয়ে অবশেষে টনক নড়ল প্রশাসনের!

Advertisement

মঙ্গলবার থেকে পান্ডুয়ার নিয়ালা এবং রায়পাড়া গ্রামের বিভিন্ন বাড়িতে সরকারি প্রকল্পের শৌচাগারের কাজ অবশেষে শুরু হল। বিডিও সমীরণ ভট্টাচার্য বলেন, ‘‘যত দ্রুত সম্ভব এই কাজ শেষ করা হবে।’’

কয়েক মাস আগে হুগলিকে ‘নির্মল জেলা’ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও পান্ডুয়ার নিয়ালা এবং রায়পাড়া গ্রামের অনেক বাড়িতে প্রশাসনের তরফে শৌচাগার তৈরির কাজ শেষ হয়নি। ফলে তাঁদের খোলা মাঠেই যেতে হয়। সম্প্রতি গ্রামবাসীদের একাংশের তরফে পঞ্চায়েত এবং বিডিও-র কাছে অভিযোগ করা হয়। গ্রামবাসীর অভিযোগের প্রেক্ষিতে বিডিও তদন্তের নির্দেশ দেন। প্রমাণিত হয়, গ্রামবাসীদের অভিযোগ সত্য। এরপরই বিডিও কাজ শেষের নির্দেশ দেন। মঙ্গলবার নিয়ালা গ্রামে গিয়ে দেখা গে‌ল, পঞ্চায়েতের ঠিকাদারের কর্মীরা কাজ করছেন। একদিনেই কয়েকটি শৌচাগার তৈরি সম্পূর্ণ হয়ে গিয়েছে। নিয়ালার বাসিন্দা রহমান মণ্ডল নামে এক ব্যক্তি বলেন, ‘‘আমাদের এলাকায় অন্তত গোটা পনেরো বাড়িতে শৌচাগার তৈরি মাঝপথে থমকে ছিল। মঙ্গলবার থেকে ফের কাজ শুরু হয়েছে। আমরা মাঠঘাটে যেতে চাই না। বাড়ি বাড়ি শৌচাগার হলে এলাকা দূষণমুক্ত হবে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন