হাওড়া

পৌঁছয়নি টেস্ট পেপার, বিপাকে মাদ্রাসার পড়ুয়ারা

মাত্র ২১ দিন পরেই রাজ্যের হাই মাদ্রাসার পরীক্ষা। কিন্তু এখনও হাওড়া জেলায় এই বোর্ডের পরীক্ষার্থীরা সরকারের দেওয়া টেস্ট পেপার হাতে পায়নি। টেস্ট পেপার না পাওয়ায় ক্ষুব্ধ মাদ্রাসা কর্তৃপক্ষ ও অভিভাকেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

উলুবেড়িয়া শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০১৭ ০১:৪৪
Share:

মাত্র ২১ দিন পরেই রাজ্যের হাই মাদ্রাসার পরীক্ষা। কিন্তু এখনও হাওড়া জেলায় এই বোর্ডের পরীক্ষার্থীরা সরকারের দেওয়া টেস্ট পেপার হাতে পায়নি। টেস্ট পেপার না পাওয়ায় ক্ষুব্ধ মাদ্রাসা কর্তৃপক্ষ ও অভিভাকেরা।

Advertisement

পড়ুয়াদের সুবিধার জন্য মাধ্যমিক পরীক্ষার্থীদের মতো মাদ্রাসা বোর্ডের পরীক্ষার্থীদেরও ডিসেম্বরের মধ্যে টেস্ট পেপার পৌঁছে দেওয়া হবে বলে সরকারের তরফে জানানো হয়েছিল। কিন্তু জানুয়ারি মাসের অর্ধেক হয়ে গেলেও মাদ্রাসা বোর্ডের পরীক্ষার্থীরা টেস্ট পেপার হাতে পায়নি। অথচ তাদের পরীক্ষা শুরু হচ্ছে আগামী ৬ ফেব্রুয়ারি।

কেন এই পরিস্থিতি? হাওড়ায় মাদ্রাসা বোর্ডের আধীনে ৩৩টি মাদ্রাসা রয়েছে। হাওড়ায় সরকারি মাদ্রাসাগুলিতে টেস্ট পেপার সরবরাহের দায়িত্ব রয়েছে জেলা সংখ্যালঘু দফতর। যোগাযোগ করা হলেও ওই দফতরের কর্তা ফোন ধরেননি। রাজ্য মাদ্রাসা শিক্ষা বিভাগের ডিরেক্টর আবিদ হোসেনের দাবি, ‘‘এই সমস্যা হওয়ার কথা নয়। কারণ, সপ্তাহখানেক আগে টেস্ট পেপার পাঠিয়ে দেওয়া হয়েছিল।’’

Advertisement

তবে দফতর সূত্রে খবর, মাদ্রাসার ক্ষেত্রে দু’ধরনের পরীক্ষার্থী থাকে— হাইমাদ্রাসা ও সিনিয়র মাদ্রাসা। ফলে আলাদাভাবে প্রশ্নপত্র জোগাড় করে দু’ধরনের টেস্ট পেপার ছাপাতে সময় লেগে যায়। কারণ, সংশ্লিষ্ট দফতরে পর্যাপ্ত সংখ্যক কর্মী নেই। তার উপর এই বোর্ডের পরীক্ষা শুরু হয় মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার প্রায় ১৫ দিন আগে। এতেই সমস্যা আরও বেড়ে যায়। সরকারি এই ব্যবস্থাপনার জন্য ভুগতে হচ্ছে পড়ুয়াদের। মাদ্রাসা দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী গিয়াসুদ্দিন মোল্লা বলেন, ‘‘বিষয়টি খোঁজ নিয়ে দেখব। পরীক্ষার্থীরা যাতে দ্রুত টেস্ট পেপার পায়, তার ব্যবস্থা করছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন