ছুটির দিনেও যাত্রী অমিল ‘বাংলাশ্রী’র

ছবিটা বদলাল না রবিবার, ছুটির দিনেও। যাত্রী ছাড়াই পাড়ি দিল চুঁচুড়া-ধর্মতলা বাতানুকুল ‘বাংলাশ্রী এক্সপ্রেস’!

Advertisement

নিজস্ব সংবাদদাতা

চুঁচুড়া শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৮ ০০:৫১
Share:

ছবিটা বদলাল না রবিবার, ছুটির দিনেও। যাত্রী ছাড়াই পাড়ি দিল চুঁচুড়া-ধর্মতলা বাতানুকুল ‘বাংলাশ্রী এক্সপ্রেস’!

Advertisement

সড়কপথে জেলা সদরের সঙ্গে মহানগরের সংযোগ বাড়াতে শীতাতপ নিয়ন্ত্রিত ‘ননস্টপ’ বাসটি চালু করে পরিবহণ দফতর। কিন্তু চালুর ১১ দিন পরেও যাত্রী সঙ্কটে ভুগছে বাসটি। কোনও দিন এক-দু’জন যাত্রী উঠছেন, কোনও দিন ফাঁকা। গত ২২ জুলাই রবিবার তবু একজন যাত্রী উঠেছিলেন। কিন্তু এক সপ্তাহে পরের ছুটির দিনে ফের ফাঁকাই বাস নিয়ে যেতে হল চালক-কন্ডাক্টরকে। ফলে, তাঁদের হতাশা বাড়ছে। মাঝপথে যাত্রী তোলার অনুমতি মিললে ছবিটা বদলাবে বলে তাঁরা মনে করছেন।

বিরোধীরাও মনে করছেন পরিকল্পনায় খামতি রয়েছে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী, সিপিএম নেতা সুদর্শন রায়চৌধুরী বলেন, ‘‘নতুন কিছু করতে গেলে সব কিছু খতিয়ে দেখা জরুরি। সময়ের একটা ব্যাপার রয়েছে। একটা বাস কখন আসবে তার জন্য যাত্রীরা যে অপেক্ষা করবেন, তার কোনও নিশ্চয়তা নেই। ননস্টপ বাসে যাত্রী পেতে অসুবিধা হবেই। এইরকম অনেক রুটেই নতুন বাস চালু করে পরে বন্ধ করে দিতে হয়েছিল। এ ভাবে চললে আর্থিক ক্ষতি হবে।’’

Advertisement

রাজ্যের মন্ত্রী তথা চুঁচুড়ার বাসিন্দা তপন দাশগুপ্ত অবশ্য বলেন, ‘‘এই বাস পরিষেবা নতুন বলে এখনও যাত্রীরা বুঝে উঠতে পারেননি। কিছুদিন চললে মানুষের মুখে প্রচার হবে। তখন যাত্রী বাড়ার আশা রয়েছে। পরিবহণ দফতরের উদ্যোগে প্রচারের চিন্তাভাবনা করা হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন