অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

বাঁশবেড়িয়ায় সিপিএম সদস্যের বাড়িতে গুলি

তৃণমূল প্রার্থীর পর এ বার সিপিএম সদস্যের বাড়িতে গুলি চালানোর ঘটনা ঘটল। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে হুগলির ত্রিবেণীর দাসপাড়ায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশবেড়িয়ার ত্রিবেণী দাসপাড়ার বাসিন্দা সিপিএমের লোকাল কমিটির সদস্য তপন সিংহের বাড়িতে এ দিন রাত একটা নাগাদ দুষ্কৃতীরা গুলি চালায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৫ ০১:১৫
Share:

যে বাড়িতে হামলা হয়েছে।

তৃণমূল প্রার্থীর পর এ বার সিপিএম সদস্যের বাড়িতে গুলি চালানোর ঘটনা ঘটল। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে হুগলির ত্রিবেণীর দাসপাড়ায়।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশবেড়িয়ার ত্রিবেণী দাসপাড়ার বাসিন্দা সিপিএমের লোকাল কমিটির সদস্য তপন সিংহের বাড়িতে এ দিন রাত একটা নাগাদ দুষ্কৃতীরা গুলি চালায়। দুষ্কৃতীদের ছোড়া একটি গুলি তপনবাবুর বাড়ির দরজার কাচ ভেদ করে ঘরে ঢুকে যায়। রাতের খাওয়া দাওয়া সেরে বাড়ির সকলেই তখন ঘুমোচ্ছিলেন। মাঝরাতে হঠাৎ গুলির আওয়াজ পেয়ে ঘুম থেকে উঠে পড়েন তপনবাবু। তিনি বলেন, ‘‘কী ঘটছে বোঝার চেষ্টা করতে সামনের বসার ঘরে আসতেই চোখে পড়ে সদর দরজার কাচে ফুটো। তখনও বুঝতে পারিনি যে আমাদের বাড়িতেই হামলা হয়েছে।’’ তপনবাবুর সঙ্গে পরিবারের অন্য সদস্যরাও উঠে পড়েন। কিন্তু বাড়ির বাইরে কাউকে দেখতে পাননি তপনবাবুরা। পরে ঘরের মেঝেতে দরজার ভাঙা কাচের সঙ্গে একটি গুলি চোখে পড়তেই পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

দরজার কাচে গুলির দাগ।

Advertisement

তপনবাবু প্রথমে দলের স্থানীয় নেতৃত্বকে সমস্ত ঘটনা জানান। সোমবার সকালে জেলা নেতৃত্বের কাছেও সমস্ত ঘটনা জানিয়ে মগরা থানায় দুষ্কৃতী হামলার লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে তদন্তে আসে। দুষ্কৃতীদের ছোড়া গুলিটি তপনবাবুর কাছ থেকে নিয়ে গিয়েছে পুলিশ। পুলিশের এক পদস্থ কর্তা জানান, হামলার ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ তদন্তও শুরু করেছে। সবদিক খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

তপনবাবু বলেন, ‘‘ প্রায় ৩৭বছর ধরে রাজনীতি করছি। পুরভোটে এ রকম সন্ত্রাস আগে দেখি নি। রাতের অন্ধকারে কে বা কারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাও বুঝতে পারছি না। তবে পুলিশকে সব জানিয়েছি।’’

বাঁশবেড়িয়ায় সিপিএমের জোনাল কমিটির সম্পাদক অনুপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘তৃণমূলের পায়ের তলার মাটি আস্তে আস্তে সরে যাচ্ছে। বাঁশবেড়িয়ার যে সব ওয়ার্ডে ওদের হেরে যাওয়ার সম্ভাবনা বেশি বেছে বেছে সেখানেই ওদের আশ্রিত গুণ্ডাবাহিনী হামলা চালিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে চাইছে। এ ভাবে সন্ত্রাস করে ভোটে জেতা যায় না। মানুষ যদি সুষ্ঠভাবে ভোট দেয় তা হলে ওদের সবকিছুই হারিয়ে যাবে। আমরা জেলা নেতৃত্বকে সব জানিয়েছি। বিরোধীদের উপর শাসক দলের সন্ত্রাস মানুষ ভাল চোখে দেখছে না।’’

অভিযোগ অস্বীকার করে জেলা তৃণমূল সভাপতি তথা সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত বলেন, ‘‘এই ঘটনায় আমাদের দলের কেউ যুক্ত নয়। সিপিএমের গোষ্ঠী কোন্দলের জেরে ওদের দলের বিক্ষুব্ধরা এমন ঘটনা ঘটিয়ে আমাদের নামে কুৎসা করছে। আমাদের দলের কেউ কোনও হামলা বা দলবিরোধী কাজে যুক্ত থাকলে দল তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে।’’

ছবি: তাপস ঘোষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement