ব্যবসায়ীকে মার, বাইক ছিনতাই

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন ভোরে বাইক চালিয়ে বছর পঁচিশের সৌমেন মাছ ধরার কাজে জগৎবল্লভপুরের ইছানগরির দিকে যাচ্ছিলেন। অভিযোগ, মুল্লুকচাঁদের বাঁধের কাছে জনা তিনেক দুষ্কৃতী তাঁর পথ আটকায়। এরপরই সৌমেনকে মারধর করে তাঁর বাইক নিয়ে চম্পট দেয় তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৮ ০৭:০০
Share:

জখম: হাসপাতালের পথে সৌমেন। নিজস্ব চিত্র।

কাজে যাওয়ার পথে এক মাছ ব্যবসায়ীকে মারধর করে তাঁর বাইক ছিনতাইয়ের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। সোমবার ভোররাতে ঘটনাটি ঘটেছে জগৎবল্লভপুর থানা এলাকার মুল্লুকচাঁদের বাঁধের কাছে। পুলিশ জানিয়েছে, গুরুতর জখম সৌমেন ওঝা নামে ওই ব্যবসায়ী জগৎবল্লভপুরের নাইকুলি গ্রামের বাসিন্দা। স্থানীয়রা তাঁকে প্রথমে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। কিন্তু সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করানো হয়।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন ভোরে বাইক চালিয়ে বছর পঁচিশের সৌমেন মাছ ধরার কাজে জগৎবল্লভপুরের ইছানগরির দিকে যাচ্ছিলেন। অভিযোগ, মুল্লুকচাঁদের বাঁধের কাছে জনা তিনেক দুষ্কৃতী তাঁর পথ আটকায়। এরপরই সৌমেনকে মারধর করে তাঁর বাইক নিয়ে চম্পট দেয় তারা।

জখম অবস্থায় রাস্তায় ঘণ্টা খানেক পড়ে ছিলেন তিনি। পরে স্থানীয়রা তাঁকে দেখতে পেয়ে উদ্ধার করেন। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি ওয়ান শটার পিস্তল ও বেশ কয়েকটি লাঠি মিলেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement