হাওড়ার রাস্তায় এ বার মোবাইল ওয়াচ টাওয়ার

সড়ক পথে অপরাধ দমন করতে এ বার হাওড়ায় মোবাইল ওয়াচ টাওয়ার নামাল হাওড়া সিটি পুলিশ। মূলত ক্যারেজ ভ্যানের মত দেখতে একটি নজরদারি গাড়ি। সেই গাড়িতে অত্যাধুনিক ক্যামেরা লাগানো।

Advertisement

দেবাশিস দাশ

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৮ ০২:০৮
Share:

আধুনিক: এই গাড়িতে চেপেই চলবে নজরদারি। ছবি: দীপঙ্কর মজুমদার

সড়ক পথে অপরাধ দমন করতে এ বার হাওড়ায় মোবাইল ওয়াচ টাওয়ার নামাল হাওড়া সিটি পুলিশ। মূলত ক্যারেজ ভ্যানের মত দেখতে একটি নজরদারি গাড়ি। সেই গাড়িতে অত্যাধুনিক ক্যামেরা লাগানো। যা তীব্র গতিতে চলে যাওয়া যে কোনও গাড়ির নম্বর প্লেটের ছবি তুলে সঙ্গে সঙ্গে পুলিশের কন্ট্রোল রুমে পাঠিয়ে দেবে। একই সঙ্গে ওই ক্যামেরা দিয়ে রাস্তায় চলা সমস্ত গাড়ির নম্বর প্লেটের ছবিও তুলতে পারবে। একই সঙ্গে ক্যামেরার মাধ্যমে কোন রাস্তায় যান চলাচল স্বাভাবিক, কোথায় যানজট রয়েছে তার ছবিও উঠবে। ফলে

Advertisement

পুলিশ কন্ট্রোল রুম থেকে সেই তথ্য গাড়িতে বসানো এলইডি ডিসপ্লে বোর্ডের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবে।

হাওড়া সিটি পুলিশ জানিয়েছে, রাজ্যে প্রথম এই ধরনের দু’টি গাড়ি হাওড়া পুলিশ কমিশনারেটে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে।

Advertisement

এই দু’টি গাড়ি থাকবে কোনা এক্সপ্রেসওয়ে ও ৬ নম্বর জাতীয় সড়কের ওপর বালির মাইতিপাড়ার কাছে। প্রতিটি গাড়িতে বসানো ক্যামেরা ৫০ ফুট দূরত্ব পর্যন্ত সব কিছুর ছবি তুলতে পারবে।

এমনিতেই হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ে বা ৬ নম্বর জাতীয় সড়কে অস্বাভাবিক ভাবে বেড়েছে গাড়ির চাপ। সেই সঙ্গে বেড়েছে সড়ক পথে অপরাধ ও দুর্ঘটনা। গাড়ি ছিনতাই, ডাকাতি থেকে শুরু করে পথ নিরাপত্তা আইনভঙ্গকারীদের সংখ্যাও দিন দিন বাড়ছে। হাওড়া সিটি পুলিশের এসিপি (ট্রাফিক-১) শেখর রায়ের দাবি, এই ধরনের মোবাইল ভ্যান রাজ্যে এই প্রথম। এমন আধুনিক ক্যামেরাও এর আগে পুলিশ অপরাধ দমনের কাজে ব্যবহার করেনি।

এসিপি শেখরবাবু বলেন, ‘‘দিনের বেলায় তো বটেই। রাতে, ঝড়-বৃষ্টিতে, কুয়াশাতেও স্পষ্ট ছবি উঠবে। যে কোনও গাড়ি যত গতিতেই যাক, তার নম্বর প্লেটের ছবি ক্যামেরায় ধরা পড়বেই।’’ তিনি জানান, ওই ক্যামেরা দিয়ে স্টিল ও ভিডিও দু’ধরনের ছবিই তোলা যাবে। উল্লেখ্য বর্তমানে, যে সব ক্যামেরা হাওড়া পুলিশ ব্যবহার করছে সেগুলি খুব বেশি দূরের গাড়ির নম্বর পড়তে পারে না।

পুলিশ সূত্রে খবর, গাড়িতে রয়েছে আধুনিক কম্পিউটার ইউনিট। তাতে ক্যামেরায় তোলা সব ছবি জমা থাকবে। ক্যামেরা প্রতিটি গাড়ির নম্বর পড়ে তা সার্ভারের মাধ্যমে পাঠিয়ে দেবে কন্ট্রোল রুমে। সেখান থেকে সংশ্লিষ্ট গাড়িটির সমস্ত তথ্য পৌঁছে যাবে রাস্তায় থাকা ট্রাফিক অফিসার ও নিকটবর্তী থানার কাছে।

পুলিশ জানিয়েছে, ওই মোবাইল ওয়াচ টাওয়ার রাস্তায় কোনও দূর্ঘটনা ঘটলে বা প্রয়োজনে রাস্তার গতিমুখ পরিবর্তন করা হলে, সেই তথ্য এলইডি ডিসপ্লে বোর্ডের মাধ্যমে সাধারণ মানুষ ও যানবাহনচালকদের জানিয়ে দেবে। ডিসপ্লে বোর্ডে যে কোনও তথ্য বাংলা, হিন্দি ও ইংরেজি দেওয়া হবে। প্রতি গাড়িতে এক জন চালক ছাড়াও তিন জন পুলিশ কর্মী থাকবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন