গ্যাস-কাটার দিয়ে টাকা লুঠ এটিএমে

রাতের অন্ধকারে রক্ষীবিহীন এটিএমের মেশিন গ্যাস-কাটার দিয়ে কেটে নগদ কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়ে গেল দুষ্কৃতীরা। সোমবার রাতে হুগলির শ্রীরামপুরের ছোট বেলুর ঘটনা। মঙ্গলবার রাত পর্যন্ত কেউ ধরা পড়েনি। উদ্ধার হয়নি টাকা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শ্রীরামপুর শেষ আপডেট: ১৮ মে ২০১৬ ০২:৫০
Share:

রাতের অন্ধকারে রক্ষীবিহীন এটিএমের মেশিন গ্যাস-কাটার দিয়ে কেটে নগদ কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়ে গেল দুষ্কৃতীরা। সোমবার রাতে হুগলির শ্রীরামপুরের ছোট বেলুর ঘটনা। মঙ্গলবার রাত পর্যন্ত কেউ ধরা পড়েনি। উদ্ধার হয়নি টাকা।

Advertisement

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জিটি রোডের নওগাঁ মোড় থেকে দিল্লি রোড সংযোগকারী রাস্তার ধারে ছোট বেলু এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম রয়েছে। সোমবার সন্ধ্যায় ওই এটিএমে চার লক্ষ টাকা ভরা হয়েছিল। তার পরেই এই ঘটনা। তদন্তকারী অফিসাররা জানান, এটিএমে ঢুকেই সিসিটিভির সংযোগ বিচ্ছিন্ন করে দেয় দুষ্কৃতীরা। তবে তার আগে অবশ্য মুখে রুমাল বাঁধা দুই দুষ্কৃতীর ছবি সিসিটিভিতে উঠে যায়। সেই ফুটেজ দেখেই দুষ্কৃতীদের খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। সিসিটিভি-র ছবি খতিয়ে দেখে এক পুলিশ কর্তা জানান, বছর পঁচিশের দু’জন দুষ্কৃতী এটিএমে ঢুকে শাটার নামিয়ে দেয়। সিসিটিভির সংযোগ কেটে দেওয়ার পরে গ্যাস কাটার ব্যবহার করে ‘অপারেশন’ সেরে চম্পট দেয়।

মঙ্গলবার সকালে কাজে এসে এটিএমের সাটার নামানো দেখে ব্যাঙ্ক কর্মীদের সন্দেহ হয়। ভিতরে ঢুকেই তাঁরা বিষয়টি বুঝতে পারেন। তদন্তে আসেন শ্রীরামপুরের এসডিপিও সুবিমল পাল, আইসি নন্দদুলাল ঘোষ। ব্যাঙ্কের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এর আগে দমদম, বিরাটি-সহ নানা জায়গায় এটিএম থেকে লুঠের অভিযোগ উঠেছে। অভিযুক্ত দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে লালবাজার এবং সিআইডি। হুগলি জেলা পুলিশের এক কর্তা জা‌নান, ‘‘বার বার একই দুষ্কৃতী দল এই কাণ্ড ঘটাচ্ছে না কি নতুন কোনও দল এই কাজের পিছনে রয়েছে, সেটা খতিয়ে দেখা হচ্ছে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন