জাল সই করে টাকা উধাও, অভিযুক্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক

এটিএমের পিন নম্বর জেনে টাকা হাতানোর অভিযোগ নতুন নয়। এ বার একই নম্বরের চেকে জাল সই করে টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠল ব্যান্ডেলের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বিরুদ্ধে।

Advertisement

তাপস ঘোষ

ব্যান্ডেল শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৭ ০২:৪৮
Share:

অভিযোগকারিণী: গীতা দাস

এটিএমের পিন নম্বর জেনে টাকা হাতানোর অভিযোগ নতুন নয়। এ বার একই নম্বরের চেকে জাল সই করে টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠল ব্যান্ডেলের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বিরুদ্ধে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ব্যান্ডেল কৈলাশনগর এলাকার বাসিন্দা গীতা দাস স্থানীয় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে কয়েক লক্ষ টাকা জমিয়েছিলেন। সেই টাকা থেকে সোনার দোকানের ঋণ শোধ করার জন্য গত ১১ অক্টোবর ৪৩ হাজার ৫৮৮ টাকার একটি চেক দেন। কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না থাকায় চেকটি ফেরত চলে আসে।

এরপর স্বামীর চিকিৎসার জন্য টাকা তুলতে গত ৭ নভেম্বর ফের ওই ব্যাঙ্কে যান গীতেদাবী। সেই সময় চেকটি নিয়ে সমস্যার কথা জানালে ব্যাঙ্ক থেকে জানানো হয় তাঁর অ্যাকাউন্টে টাকা নেই। সন্দেহ হয় গীতাদেবীর। ব্যাঙ্কের তরফে জানানো হয় ২০১৬ সালের ১৬ মার্চ ওই একই চেক নম্বরে একই ব্যাঙ্কের নিউ ব্যারাকপুরের এক শাখা থেকে কনকেশ রায় নামে এক ব্যক্তির নামে ৪ লক্ষ ৬৫ হাজার ৫০০ টাকা তোলা হয়েছে। গীতাদেবী বিষয়টি পরিজনদের জানান। পরিবারের সদস্যরা ব্যাঙ্কের সাথে যোগাযোগ করেন। ব্যাঙ্কের বই আপডেট করে জানতে পারা যায়, ওই সময় টাকা তোলা হয়েছে। অথচ গীতাদেবীর দাবি, তিনি ওই টাকা তোলেননি। এরপরই গীতাদেবী পুলিশে ওই ব্যাঙ্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে সই জাল করে টাকা তুলে নেওয়ার অভিযোগ দায়ের করেন। গীতাদেবীর কথায়, ‘‘ব্যাঙ্কেও এখন কোনও সুরক্ষা নেই। জাল সই করে টাকা তুলে নেওয়া হল! সমাধানের জন্য ব্যাঙ্ক কর্তৃপক্ষ কিছুই করছে না। তাই আইনি সহায়তা চেয়েছি।’’ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ম্যানেজার শশাঙ্কশেখর বণিক বলেন, ‘‘ব্যাঙ্কের অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন