সাঁকরাইল

অবহেলায় নষ্ট হচ্ছে সবুজসাথী’র সাইকেল

ছাত্রছাত্রীদের স্কুলে যাতায়াতের সুবিধার জন্য ‘সবুজসাথী’ প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের মাধ্যমে বহু স্কুল পড়ুয়াকে সাইকেল দেওয়া হয়। এখনও অনেক জায়গায় দেওয়াও হচ্ছে। এই প্রকল্পের উল্টো ছবি দেখা গেল সাঁকরাইলের রঘুদেববাটি সাধারণের স্কুল (ফর গার্লস)-এ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

সাঁকরাইল শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৬ ০১:৫৩
Share:

ছাত্রছাত্রীদের স্কুলে যাতায়াতের সুবিধার জন্য ‘সবুজসাথী’ প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের মাধ্যমে বহু স্কুল পড়ুয়াকে সাইকেল দেওয়া হয়। এখনও অনেক জায়গায় দেওয়াও হচ্ছে। এই প্রকল্পের উল্টো ছবি দেখা গেল সাঁকরাইলের রঘুদেববাটি সাধারণের স্কুল (ফর গার্লস)-এ। খোলা মাঠে পড়ে পড়ে নষ্ট হচ্ছে সবুজসাথী প্রকল্পের সাইকেল। এ জন্য স্কুল কর্তৃপক্ষকেই দায়ী করেছেন স্থানীয় বাসিন্দারা।

Advertisement

স্কুল ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২০১৫-১৬ শিক্ষাবর্ষে এই স্কুলের নবম শ্রেণির প্রায় ৬০০ জন ছাত্রীদের জন্য সাইকেল মঞ্জুর করেছিল শিক্ষা দফতর। মাস পাঁচেক আগে সেই সাইকেল দেওয়া হয়। অভিভাবকদের দাবি, একশোর বেশি সাইকেল বিলি করতে পারেনি স্কুল কর্তৃপক্ষ। সেগুলি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থাও করেনি স্কুল। ফলে খোলা জায়গায় পড়ে পড়ে সাইকেলে মরচে ধরে যাচ্ছে। এমনকী সাইকেলের কিছু অংশ চুরিও হয়ে যাচ্ছে বলেও অভিযোগ। কেন সাইকেল বিলি হয়নি? স্কুল কর্তৃপক্ষের দাবি, কিছু ছাত্রী অনেক দিন ধরে স্কুলে আসছে না। ফলে সেই সব ছাত্রীদের সাইকেল বিলি করতে পারেনি স্কুল কর্তৃপক্ষ। কিন্তু ফিরিয়ে দেওয়া হয়নি কেন? এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষ ব্লক প্রশাসনের ঘাড়ে দায় চাপিয়েছেন। প্রধান শিক্ষিকা দেবযানী জানা বলেন, ‘‘ব্লক প্রশাসনকে সে কথা জানিয়ে দেওয়া হয়েছে। তাদের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এমনিতেই ছাত্রীদের সাইকেল রাখার জায়গার সমস্যা রয়েছে।’’ তার উপর জানুয়ারি মাস থেকেই নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হয়ে যাবে। তখন খুবই সমস্যা হবে। সাইকেল রাখার মতো জায়গা স্কুলে না থাকায় সেগুলি বাইরে রাখা হয়েছে বলে স্কুলের তরফে জানানো হয়েছে।

যদিও ব্লক প্রশাসনের দাবি, যাদের নামে সাইকেল বরাদ্দ করা হয়েছিল নিয়ম অনুযায়ী সকলেরই সাইকেল পাওয়ার কথা। কেন তাদের সাইকেল দেওয়া গেল না সেটা স্কুলের ব্যাপার। সাঁকরাইলের বিডিও মহম্মদ আলিমুদ্দিন বলেন, ‘‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন