৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের চেষ্টা প্রতিবেশী যুবকের

কালীপুজোর ভাসানের সময় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২০ ১৩:৪৫
Share:

অভিযুক্ত যুবক। নিজস্ব চিত্র।

কালীপুজোর ভাসানের সময় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই বেপাত্তা অভিযুক্ত যুবক। ঘটনাটি ঘটেছে পান্ডুয়া থানার বৈঁচীগ্রামে। ঘটনার তদন্তে নেমে অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ।

Advertisement

বাইরে কালীপুজোর ভাসানের তোড়তোড় চলছে মঙ্গলবার। বক্স বাজিয়ে নাচানাচি করছে বারোয়ারির সদস্যরা।রাত তখন দশটা। বক্সের আওয়াজ আর ভাল লাগছিল না ৪ বছরের শিশুটির। মাকে সে ঘুম পাওয়ার কথা জানায়। তখন তার মা মশারি খাটিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে দরজা বন্ধ করে আবার পুজো প্যান্ডেলে ফিরে যান। সেই সময়ই ঘরে ঢুকেছিল অভিযুক্ত প্রতিবেশী যুবক। ঘরের সব জিনিস তছনছ করে ঘুমন্ত শিশুটির উপর যৌন নির্যাতনের চেষ্টা করে সে।হঠাৎ শিশুটির মা ফিরে আসায় তাঁকে ধাক্কা মেরে ফেলে চম্পট দেয় অভিযুক্ত। বুধবার সকালে শিশুটি কান্নাকাটি শুরু করায় বাড়ির লোক বৈঁচীগ্রাম উপ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।পরে পান্ডুয়া থানায় অভিযোগ জানায় শিশুর পরিবার।

শিশুটির দাদু বলেন, ‘‘গতকাল রাতে প্রতিবেশী বিল্টু চক্রবর্তী ঘরে ঢুকে তাঁর নাতনিকে নির্যাতনের চেষ্টা করে।ওর মা চলে আসায় পালাতে গিয়ে পা কেটে যায় বিল্টুর।’’ এর আগেও এই ধরনের অভিযোগ রয়েছে বিল্টুর বিরুদ্ধে।পান্ডুয়া থানার পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে কালীপুজোয় দুই পরিবারের মধ্যে ঝামেলা হয়। বুধবার যৌন নির্যাতনের অভিযোগ এসেছে।অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement