দুর্ঘটনায় মৃত ১

দু’টি মোটর সাইকেলের সংঘর্ষে মৃত্যু হল একজনের। গুরুতর আহত চারজনকে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রবিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে হুগলির চন্ডীতলার গাঙপুরের কাছে। পুলিশ জানায় মৃতের নাম শেখ জাহাঙ্গির (৩৮)।

Advertisement
শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৫ ০০:৪৭
Share:

দু’টি মোটর সাইকেলের সংঘর্ষে মৃত্যু হল একজনের। গুরুতর আহত চারজনকে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রবিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে হুগলির চন্ডীতলার গাঙপুরের কাছে। পুলিশ জানায় মৃতের নাম শেখ জাহাঙ্গির (৩৮)। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এদিন সকাল ১১টা নাগাদ চন্ডীতলার আঁইয়া পঞ্চায়েতের গাঙপুরের কাছে বড়গাছিয়া- সিঙ্গুর রোডে দু’টি মোটর সাইকেলের সংঘর্ষ হয়। একটিতে তিনজন এবং অপরটিতে দু’জন আরোহী ছিল। দু’টি গাড়িই রাস্তার পাশে ছিটকে পড়ে সকলেই জখম হন। ঘটনাস্থলেই মৃত্যু হয় শেখ জাহাঙ্গিরের। পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে পাঠিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement