মনোনয়ন দিতে গিয়ে জুটল মার

পোলবা এরিয়া কমিটির সদস্য অম্লান ঘোষাল বলেন, ‘‘মনোনয়ন জমা দেওয়ার সময় যদি শাসকদলের গুন্ডা বাহিনীর হাতে মার খেতে হয় তা হলে তো নির্বাচনের দিন ঘর থেকে বেরনো যাবে না!’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পোলবা ও পান্ডুয়া শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৮ ০১:৩৫
Share:

প্রতীকী ছবি।

মনোনয়ন জমা দিতে গিয়ে ফের মার খেলেন সিপিএম প্রার্থী। বুধবার পোলবার বারুনান পাড়ায় বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন সিপিএমের গৌতম চট্টোপাধ্যায় ও অজিত বাস্কে। বিডিও অফিস থেকে প্রায় ৯০ মিটার দূরে তাঁদের আটকে দেওয়া হয় বলে অভিযোগ। এমনকী শাসকদলে কর্মীরা তাঁদের রাস্তায় ফেলে মারধরও করেন। জখম অবস্থায় তাঁদের চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরই দিল্লি রোড অবরোধ করেন সিপিএম কর্মী সমর্থকেরা। দুপুর ১টা থেকে প্রায় আধ ঘণ্টা চলে অবরোধ। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। এ দিন অবশ্য মনোনয়ন জমা দিতে পারেননি ওই দুই প্রার্থী। জানা গিয়েছে আজ, বৃহস্পতিবার তাঁরা ফের মনোনয়ন জমা দিতে যাবেন।

Advertisement

পোলবা এরিয়া কমিটির সদস্য অম্লান ঘোষাল বলেন, ‘‘মনোনয়ন জমা দেওয়ার সময় যদি শাসকদলের গুন্ডা বাহিনীর হাতে মার খেতে হয় তা হলে তো নির্বাচনের দিন ঘর থেকে বেরনো যাবে না!’’ পোলবায় তৃণমূলের ব্লক সভাপতি ও জেলাপরিষদের কর্মাধ্যক্ষ মনোজ চক্রবর্তী বলেন, ‘‘নির্বাচনের টিকিট না পাওয়া সিপিএমের বিক্ষুব্ধরাই ওদের উপর হামলা চালিয়েছে।’’

পান্ডুয়া বিডিও অফিসে আবার তৃণমূলের তাণ্ডবে প্রায় ৩০ মিনিট বন্ধ থাকে মনোনয়ন জমা। বিজেপির অভিযোগ পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। সব রাজনৈতিক দলের সদস্যরাই এ দিন মনোনয়ন জমা দিতে পেরেছেন। চুঁচুড়া মহকুমাশাসক (সদর) অরিন্দম বিশ্বাস বলেন, ‘‘বেলা ১১টা থেকে ৩টে পর্ষন্ত মনোনয়ন পত্র তোলার সময় বিডিও অফিসে পুলিশি মোতায়ন করা আছে। সেই সময়ের মধ্যে সব রাজনৈতিক দলের একজন প্রার্থী এবং তার সঙ্গে একজন আসতে পারেন। কোনও অসুবিধা হবে না।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন