রোগী-মৃত্যু, ‘গাফিলতি’

সুজয়ের পরিবারের দাবি, ডাক্তারেরা তাদের জানিয়েছিলেন, ওই যুবকের পায়ের হাড় ভেঙে গিয়েছে। অস্ত্রোপচারে ঠিক হয়ে যাবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০১৭ ০৪:৩৯
Share:

ফাইল চিত্র।

এক যুবকের মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ ঘিরে ফের কাঠগড়ায় অ্যাপোলো হাসপাতাল। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ফুলবাগান থানায় ওই অভিযোগ দায়ের করেন হুগলির বাসিন্দা সুজয় ঘোষের (৩৯) পরিবার।

Advertisement

পরিবার সূত্রের খবর, শনিবার রাতে দুর্ঘটনায় গুরুতর জখম হন সুজয়। তাঁকে অ্যাপোলো-র জরুরি বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছিলেন, দ্রুত অস্ত্রোপচার জরুরি। সুজয়ের পরিবারের দাবি, ডাক্তারেরা তাদের জানিয়েছিলেন, ওই যুবকের পায়ের হাড় ভেঙে গিয়েছে। অস্ত্রোপচারে ঠিক হয়ে যাবে। ওটি থেকে সুজয়কে পরের দিন বেলা ১২টা নাগাদ বার করা হয়। ওই যুবকের পরিজনেদের অভিযোগ, বারবার হাসপাতালের তরফে জানানো হয়েছিল, সুজয় সুস্থ হয়ে যাবেন। কিন্তু সোমবার হঠাৎই হাসপাতাল কর্তৃপক্ষ জানান, সুজয় মারা গিয়েছেন। তাঁর পরিবার আরও অভিযোগ করেছে, সুজয়কে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ঢুকিয়ে বিল বাড়িয়েছেন কর্তৃপক্ষ।

যদিও অ্যাপোলো কর্তৃপক্ষ সব অভিযোগ অস্বীকার করেছেন। হাসপাতালের তরফে মঙ্গলবার জানানো হয়, দুর্ঘটনাস্থল থেকে হাসপাতালের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার। এতটা পথ পেরিয়ে ওই যুবকের চিকিৎসা শুরু হতেই অনেক সময় চলে যায়। ডাক্তারেরা দাবি করেছেন, যে কোনও পথ-দুর্ঘটনায় চিকিৎসা দেরিতে শুরু হলে ঝুঁকি বেড়ে যায়। তাঁরা আরও জানান,
ওই যুবকের শরীরে একাধিক আঘাতের পাশাপাশি রক্ত সঞ্চালনেও সমস্যা দেখা দিয়েছিল। তাঁকে সর্বোচ্চ মানের চিকিৎসা দিয়ে বাঁচানোর চেষ্টা করা হয়েছিল।

Advertisement

কয়েক মাস আগে হুগলিরই সঞ্জয় রায়ের পরিবার চিকিৎসায় গাফিলতির অভিযোগ দায়ের করেছিলেন অ্যাপোলোর বিরুদ্ধে। স্বাস্থ্য কমিশনও সেই অভিযোগ খতিয়ে দেখছে। তার মধ্যেই ফের একই অভিযোগ। হাসপাতালের এক শীর্ষ কর্তা জানান, তাঁরা তদন্তে সহযোগিতা করবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন