নাবালিকাকে যৌন নির্যাতনের নালিশ, ধৃত শিক্ষক

রবিবার ঘটনাটি ঘটেছে হুগলির শ্রীরামপুরে। ধৃতের নাম স্বপন সরকার। তাঁর বাড়ি শ্রীরামপুরের দে বাগান এলাকায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৮ ০১:০৮
Share:

প্রতীকী ছবি।

নাবালিকা ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে তার প্রৌঢ় আঁকার শিক্ষককে গ্রেফতার করল পুলিশ। রবিবার ঘটনাটি ঘটেছে হুগলির শ্রীরামপুরে। ধৃতের নাম স্বপন সরকার। তাঁর বাড়ি শ্রীরামপুরের দে বাগান এলাকায়।

Advertisement

অভিযোগ উড়িয়ে ধৃতের দাবি, তাঁকে ফাঁসানো হয়েছে। ধৃতের বিরুদ্ধে পকসো (শিশুদের উপর যৌন নির্যাতন প্রতিরোধ) আইনের ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেয়েটির বয়স এগারো বছর। সে পঞ্চম শ্রেণির পড়ুয়া। বছর আটান্নর স্বপনের বাড়িতে সে আঁকা শিখতে যায়।

Advertisement

রবিবার সকালেও গিয়েছিল। সেই সময় স্বপনের বাড়িতে আর কেউ ছিল না।

অভিযোগ, সেই সুযোগে প্রৌঢ় ছাত্রীটির উপর অত্যাচার করেন। তিনি প্রথমে মেয়েটিকে মোবাইলে পর্নোগ্রাফি দেখান। তার পরে যৌন নির্যাতন করেন‌ বলে

অভিযোগ। বাড়ি ফিরে মেয়েটি কান্নাকাটি করতে থাকে। মাকে সব কথা খুলে বলে সে।

রাতে মেয়েটির কাকা শ্রীরামপুর মহিলা থানায় অভিযোগ দায়ের করেন। রাতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে মেয়েটির ডাক্তারি পরীক্ষা করানো হয়।

ধৃতকে সোমবার শ্রীরামপুর আদা‌লতে হাজির করানো হয়। বিচারক তাঁকে ১৪ দিন জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement