পোলবায় পর পর সাতটি বাড়িতে চুরি

একই রাতে পর পর সাতটি বাড়িতে চুরির ঘটনায় আতঙ্ক ছড়াল হুগলির পোলবায়। পোলবার খামারপাড়া গ্রামে সোমবার রাতে ওই চুরির ঘটনা ঘটে। যাদের বাড়িতে চুরি হয়েছে তাদের অনেকেই বাড়িতে ছিলেন না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পোলবা শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০১৭ ০১:২২
Share:

ছড়িয়ে আছে দুষ্কৃতীদের তাণ্ডবের চিহ্ন। ছবি: তাপস ঘোষ।

একই রাতে পর পর সাতটি বাড়িতে চুরির ঘটনায় আতঙ্ক ছড়াল হুগলির পোলবায়।

Advertisement

পোলবার খামারপাড়া গ্রামে সোমবার রাতে ওই চুরির ঘটনা ঘটে। যাদের বাড়িতে চুরি হয়েছে তাদের অনেকেই বাড়িতে ছিলেন না। দিন কয়েক আগেও একই কায়দায় চুঁচুড়ায় বাড়িতে কেউ না থাকার সুযোগে লুঠপাট চালায় দুষ্কৃতীরা। পুলিশ তার তদন্ত করছে।

পোলবার ঘটনায় খামারপাড়ার বাসিন্দাদের অভিযোগ, সোমবার রাতে চুরির ঘটনা তাঁরা টের পাননি। তাঁদের সন্দেহ, দুষ্কৃতীরা পাড়ার কুকুরগুলোকে কোনও মাদকমিশ্রিত খাবার খাইয়েছিল। কারণ রোজকার মতো সোমবার রাতে কোনও কুকুরের ডাক তাঁরা শোনেনি। ত ছাড়া মঙ্গলবার সকালে পাড়ার কয়েকটি কুকুরকে নিস্তেজ হয়ে পডে থাকতে দেখা যায়।

Advertisement

জেলা পুলিশের এক কর্তা জানান, গত কয়েকদিনে বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। পুলিশও তদন্ত করছে। তবে পোলবার ক্ষেত্রে এখনও কেউ অভিযোগ দায়ের করেনি। তবে পুলিশ সব কিছু খতিয়ে দেখছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে একদল দুষ্কৃতী পোলবার খামারপাড়া গ্রামে হানা দেয়। প্রথমে তারা অবসরপ্রাপ্ত শিক্ষক মনসুর রহমানের বাড়িতে যায়। বাড়িতে কেউ না থাকার সুযোগে দরজার তালা ভেঙে ঘরে ঢুকে আলমারি থেকে নগদ কয়েক হাজার টাকা ছাড়া কয়েক ভরি সোনা রূপার গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এর পর তারা একই ভাবে প্রতিবেশী আনিসুর রহমানের বাড়িতে চুরি করে। তিনি এদিন পাশের গ্রামে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে তারা সাবির মণ্ডলের বাড়িতেও একই কায়দায় চুরি করে। মনোয়ারা বিবি, হান্নান খান, আজিয়ার মল্লিক-সহ আরও দু’টি বাড়িতে লুঠপাট চালিয়ে চম্পট দেয় তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন