পথ নিরাপত্তা কর্মসূচি পালন হরিপাল ও শ্রীরামপুরে

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৬ ০১:১৫
Share:

শুক্রবার শ্রীরামপুরে।—নিজস্ব চিত্র।

বেপরোয়া ভাবে গাড়ি চালানো বন্ধ করতে শুক্রবার শ্রীরামপুরে মোটরবাইক মিছিল হ‌ল মহকুমা প্রশাসনের উদ্যোগে। সকাল সাড়ে ১১টা নাগাদ শ্রীরামপুর স্টেডিয়াম মাঠের সামনে থেকে জাননগর রোড, জি টি রোড হয়ে মিছিল শেষ হয় মহকুমাশাসকের কার্যালয়ের সামনে গিয়ে। মিছিলের সামনে ছিল ট্যাবলো। প্রারম্ভিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমাশাসক রজত নন্দা এবং পুরপ্রধান‌ অমিয় মুখোপাধ্যায়। মিছিলে সাধারণ মানুষের পাশাপাশি ট্রাফিক পুলিশের কর্মীরাও ছিলেন। এআরটিও অফিসে লাইসেন্সের কাজে আসা কয়েক জন মহিলাকে বিনামূল্যে হেলমেট দেওয়া হয় প্রশাসনের তরফে।

Advertisement

পুলিশের উদ্যোগে হরিপালেও পথ নিরাপত্তা নিয়ে মিছিল হয়। তীর্থবাসী উচ্চ বালিকা বিদ্যালয়ের কয়েকশো ছাত্রী মিছিলে সামিল হয়। তাদের হাতে ছিল পথ-নিরাপত্তা সংক্রান্ত প্ল্যাকার্ড। স্কুলের সামনে থেকে মিছিল শুরু হয়। পথে হেলমেটহীন মোটরবাইক আরোহীদের থামিয়ে হেলমেট পরার পরামর্শ দেয় ছাত্রীরা। একই ভাবে গাড়ির চালক বা তাঁর পাশের আসনে বসে থাকা ব্যক্তিকে সিটবেল্ট বাঁধারও পরামর্শ দেয় তারা। হরিপাল বড়বাজার ঘুরে স্কুলের সামনে এসেই মিছিল শেষ হয়। কর্মসূচিতে সামিল হন হরিপালের বিডিও বিমলেন্দু নাথ, ওসি স্বপন ঠাকুর প্রমুখ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement