Swasthya Sathi

‘দুয়ারে সরকার’, ঘরে বসে স্বাস্থ্য সাথীর কার্ড পেলেন শয্যাশায়ী বৃদ্ধা

হাওড়ার সালকিয়ার সীতানাথ বোস লেনের বাসিন্দা রিনা বসু। পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে গিয়েছিল যাটোর্ধ্ব ওই বৃদ্ধার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাওড়া শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২১ ১৯:৩৫
Share:

রিনা বসুকে দেওয়া হল স্বাস্থ্য সাথীর কার্ড। নিজস্ব চিত্র

রোগভোগে চলচ্ছক্তি নেই। দীর্ঘ কাল শয্যাশায়ী। হাওড়ার সালকিয়ার বাসিন্দা এমনই এক বৃদ্ধার ‘দুয়ারে সরকার’। বাড়িতে বসেই কয়েক ঘণ্টায় তাঁর হাতে তুলে দেওয়া হল স্বাস্থ্য সাথী-র কার্ড।

হাওড়ার সালকিয়ার সীতানাথ বোস লেনের বাসিন্দা রিনা বসু। পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে গিয়েছিল যাটোর্ধ্ব ওই বৃদ্ধার। তার পর থেকে শয্যাশায়ী। অসুস্থ তাঁর স্বামীও। চিকিৎসার খরচ অনেক। অথচ ছেলের সামান্য রোজগার। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ড করাতে পুরসভার দফতরে যাওয়া অসম্ভব ছিল রিনার। বৃহস্পতিবার দুপুরে অবশ্য তাঁর দুয়ারেই পৌঁছে গেলেন পুরসভার স্বাস্থ্য দফতরের কর্মীরা। সঙ্গে ছিলেন প্রাক্তন মেয়র পারিষদ সদস্য ভাস্কর ভট্টাচার্য। এ দিন কিছু ক্ষণের মধ্যে স্বাস্থ্য সাথী কার্ড তৈরি করে তা তুলে দেওয়া হয় রিনার হাতে।

Advertisement

স্বাস্থ্য সাথীর কার্ড পেয়ে অভিভুত রিনা বললেন, ‘‘এ বার খুব দ্রুত অপারেশন করানো যাবে। কারণ আর টাকার চিন্তা আর রইল না।’’

আরও পড়ুন: শিশির অধিকারীর ‘অধীনস্থ’ সভাপতি তিনি, জেলার দায়িত্ব নিয়ে বললেন সৌমেন

Advertisement

আরও পড়ুন: ফেসবুকে বিক্ষুব্ধ সাংসদ শতাব্দী, শনিবারবেলায় তাকিয়ে তৃণমূল

প্রাক্তন মেয়র পারিষদ বলেন, ‘‘রাজ্য সরকারের উদ্যোগ কার্যকর করতে আমরা বদ্ধপরিকর। সেই কাজই চলছে জোরকদমে। অনেকে অসুস্থতার কারণে হাঁটাচলা করতে পারছেন না। তাঁদের কথা ভেবে বাড়িতে গিয়ে কার্ড বানিয়ে দেবার পরিকল্পনা নেওয়া হয়েছে। আজ থেকে শুরু হল এই কর্মসূচি শুরু।’’ তিনি আরও জানান, সীতানাথ বোস লেনের আরও কয়েক জন বাসিন্দা কার্ড করাতে পুরসভার দফতরে যেতে অক্ষম। তাঁদের দুয়ারেও সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন ভাস্কর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন