আন্দুল কলেজে সৌরবিদ্যুৎ চালু

নিজের প্রয়োজন মিটিয়ে রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমকে উদ্বৃত্ত বিদ্যুৎ সরবরাহ করবে আন্দুল প্রভু জগদ্বন্ধু কলেজ। হাওড়ার সাঁকরাইল ব্লকের এই কলেজ ক্যাম্পাসে আজ, শনিবার দুপুর ২টোয় সৌর বিদ্যুৎ ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহের উদ্বোধন হবে। কলেজ সূত্রে জানা গিয়েছে, জেলার বেশ কয়েকজন মন্ত্রী এবং বিধায়ক সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। কলেজ কর্তৃপক্ষের বক্তব্য, এই ব্যবস্থায় কলেজের যাবতীয় বিদ্যুতের চাহিদা মেটানো হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

সাঁকরাইল শেষ আপডেট: ০৯ জুলাই ২০১৬ ০১:০৬
Share:

কলেজের ছাদে বসেছে সোলার প্যানেল। — নিজস্ব চিত্র।

নিজের প্রয়োজন মিটিয়ে রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমকে উদ্বৃত্ত বিদ্যুৎ সরবরাহ করবে আন্দুল প্রভু জগদ্বন্ধু কলেজ।

Advertisement

হাওড়ার সাঁকরাইল ব্লকের এই কলেজ ক্যাম্পাসে আজ, শনিবার দুপুর ২টোয় সৌর বিদ্যুৎ ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহের উদ্বোধন হবে। কলেজ সূত্রে জানা গিয়েছে, জেলার বেশ কয়েকজন মন্ত্রী এবং বিধায়ক সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। কলেজ কর্তৃপক্ষের বক্তব্য, এই ব্যবস্থায় কলেজের যাবতীয় বিদ্যুতের চাহিদা মেটানো হবে। তার পর সেটুকু উদ্বৃত্ত বিদ্যুৎ থাকবে সেটি রাজ্য বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাকে সরবরাহ করা হবে। হাওড়া জেলায় এর আগে উলুবেড়িয়া কলেজ, আমতা পীতাম্বর হাইস্কুল, উলুবেড়িয়ার গৌরীপুর শ্রী শ্রীরামকৃষ্ণ বিদ্যাপীঠে এই পদ্ধতিতে বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছে।

আন্দুল কলেজের অধ্যক্ষ সুব্রত কুমার রায় বলেন, ‘‘পরিবেশ বান্ধব এই প্রকল্পটিতে কেন্দ্র এবং রাজ্য সরকারের আর্থিক সহযোগিতা মিলেছে। কলেজ তহবিল থেকেও খরচ করা হয়েছে। এর ফলে কলেজের বিদ্যুৎ খরচ বাবদ প্রতি বছর কয়েক লক্ষ টাকা বাঁচানো যাবে বলে আমাদের আশা। সেই টাকা কলেজের উন্নয়নে ব্যয় করা হবে।’’ কলেজ সূত্রে জানা গিয়েছে, প্রকল্পটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় ২১ লক্ষ টাকা। সৌর প্যানেলটি কলেজের ছাদে বসানো হয়েছে। প্যানেলটি ২০ কেভি ক্ষমতাসম্পন্ন।

Advertisement

অচিরাচরিত শক্তি দফতর সূত্রে জানা গিয়েছে, আগে সৌর-প্যানেলের মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ ব্যাটারির মাধ্যমে সঞ্চিত থাকত। যে সংস্থা সৌর-বিদ্যুৎ উৎপাদন করত তারাই শুধুমাত্র ব্যবহার করতে পারত। কিন্তু এখন সৌর-প্যানেলের সঙ্গে কলেজের বিদ্যুতের লাইনের পাশাপাশি পাওয়ার স্টেশনের গ্রিডের (তারের) সংযোগ থাকবে। ফলে, কলেজ যে পরিমাণ সৌর-বিদ্যুৎ উৎপাদন করবে, সেটা তারা ব্যবহার করা ছাড়াও উদ্বৃত্ত বিদ্যুৎ সরাসরি গ্রিডের মাধ্যমে চলে যাবে পাওয়ার স্টেশনে।

কলেজ পরিচালন সমিতির সদস্য অশোক শতপথি জানান, রাজ্য সরকার বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে অচিরাচরিত শক্তির উপর জোর দিচ্ছে। সেই উদ্যোগে সামিল হতেই এই ব্যবস্থা। কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক অভিজ্ঞান মাজি বলেন, ‘‘কলেজের ভবিষ্যৎ উন্নতিতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই আমাদের আশা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন