গুলিতে জখম কিশোর

পিকনিকে দু’পক্ষের বচসার মাঝে পড়ে গুলিতে জখম হল চোদ্দো বছরের এক কিশোর। শনিবার রাতে ঘটনাটি ঘটে চুঁচুড়ার দেশবন্ধুপল্লিতে। গুলি চালানোর অভিযোগে প্রসেনজিৎ নন্দী নামে এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। আর জখম কিশোর বিশ্বজিৎ দাস হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

চুঁচুড়া শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০১৭ ০১:৫৪
Share:

পিকনিকে দু’পক্ষের বচসার মাঝে পড়ে গুলিতে জখম হল চোদ্দো বছরের এক কিশোর। শনিবার রাতে ঘটনাটি ঘটে চুঁচুড়ার দেশবন্ধুপল্লিতে। গুলি চালানোর অভিযোগে প্রসেনজিৎ নন্দী নামে এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। আর জখম কিশোর বিশ্বজিৎ দাস হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন রাতে সাউন্ড বক্স বাজিয়ে একটি পুকুর পাড়ে স্থানীয় কিছু যুবক পিকনিক করছিলেন। টাকার জন্য সাউন্ড বক্স বাজানোর কাজ করে বিশ্বজিৎ। রাত ১২টা নাগাদ খাওয়া-দাওয়ার পরে পিকনিক করতে আসা যুবকদের মধ্যে হঠাৎই বচসা বাধে। ওই যুবকেরা মদ্যপ অবস্থায় ছিলেন। তখন চুঁচুড়ার মিলনপল্লির বাসিন্দা বিশ্বজিৎ সাউন্ড বক্স বন্ধ করে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। তা দেখে দু’একজন যুবক মোটরবাইক নিয়ে বিশ্বজিতের পথ আটকায়। ওই কিশোরের গায়ে বাইকের ধাক্কা লাগে। কিন্তু বচসা থামেনি। হঠাৎ প্রসেনজিৎ বন্দুক বের করে গুলি চালায়। ওই গুলি ছিটকে বিশ্বজিতের ডান পায়ে লাগে। তার চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। তাকে চিকিৎসার জন্য চুঁচুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়।

আহত কিশোরের বাড়িতে ঠাকুমা, মা, বাবা আছে। তবে মা মানসিক ভারসাম্যহীন। পরিবারের আর্থিক অবস্থা ভাল নয়। তাই বাবাকে সাহায্য করতে বিশ্বজিৎ অন্যের সাউন্ড বক্স বাজানোর মতো ছোটখাট কাজ করে। ঠাকুমা লক্ষ্মীরানি দাস বলেন, ‘‘নাতি বক্স বাজানোর কাজ করে। শনিবার সেই কাজেই সেখানে গিয়েছিল। রাতে পড়শি একজন খবর দেয় ওর পায়ে গুলি লেগেছে। নাতি কোনও রকম অশান্তির মধ্যে যায় না। তবুও ওর কপালে এই বিপত্তি জুটল।’’

Advertisement

এ দিকে, হুগলি জেলা সদরে দুষ্কৃতী দৌরাত্ম্য বাড়তে থাকায় ক্ষুব্ধ বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ, দুষ্কৃতী দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় রাতের দিকে কাজ থেকে বাড়ি ফেরা দুষ্কর হয়ে উঠেছে। পুলিশ জানায়, এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে চেষ্টা করা হচ্ছে। ধৃত যুবকের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রটি।

দুর্ঘটনায় মৃত্যু। গা়ড়ির সঙ্গে মোটরবাইকের মুখোমুখি ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। রবিবার ঘটনাটি ঘটে জয়পুর থানার বাকসি সেতুর কাছে। মৃতের নাম শেখ মেহেরুল ইসলাম (২৭)। বাড়ি বাগনানের বাইনানে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন