রাখি পরালেন পুলিশ সুপার

সোমবার হাওড়ার প্রশাসনিক স্তরের কেন্দ্রীয় অনুষ্ঠানটি হয় সাঁকরাইলের চাঁপাতলায়। আয়োজক ছিল সাঁকরাইল পঞ্চায়েত সমিতি। উপস্থিত ছিলেন জেলাশাসক চৈতালী চক্রবর্তী, জেলা পরিষদের সভাধিপতি করবী ধুল, সহকারী জেলা সভাধিপতি অজয় ভট্টাচার্য প্রমুখ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

উলুবেড়িয়া শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৭ ০১:৪৭
Share:

বন্ধন: পুলিশ সুপার সুমিত কুমার। নিজস্ব চিত্র

হাওড়া জেলা জুড়ে সরকারি ও বেসরকারি ভাবে পালিত হল রাখি বন্ধন উৎসব। খুদেদের হাতে রাখি পড়িয়ে দিলেন স্বয়ং জেলা পুলিশ সুপার।

Advertisement

সোমবার হাওড়ার প্রশাসনিক স্তরের কেন্দ্রীয় অনুষ্ঠানটি হয় সাঁকরাইলের চাঁপাতলায়। আয়োজক ছিল সাঁকরাইল পঞ্চায়েত সমিতি। উপস্থিত ছিলেন জেলাশাসক চৈতালী চক্রবর্তী, জেলা পরিষদের সভাধিপতি করবী ধুল, সহকারী জেলা সভাধিপতি অজয় ভট্টাচার্য প্রমুখ। সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জয়ন্ত ঘোষ ও পূর্ত কর্মাধ্যক্ষ তপন পাল জানান, এ দিন জাতি-ধর্ম নির্বিশেষে সবার হাতে রাখি পরিয়ে দেওয়া হয়। হাওড়া (গ্রামীণ) জেলা পুলিশের আয়োজনে বিভিন্ন থানার আয়োজনে পথচলতি মানুষদের হাতে রাখি পরিয়ে দেওয়া হয়। হাওড়া (গ্রামীণ) জেলা পুলিশ সুপার সুমিতকুমার বিভিন্ন স্কুল এবং হোমে গিয়ে ছাত্রী এবং আবাসিকদের হাতে রাখি পরিয়ে দেন।

জলমগ্ন উদয়নারায়ণপুর বাসস্ট্যান্ড, খিলা এবং ভবানীপুর বাঁশতলা এলাকার মানুষের হাতে রাখি পরিয়ে দেন উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা। আমতা ২ ব্লকের অমরাগড়ি বি বি ধর গ্রামীণ হাসপাতালে সংশ্লিষ্ট রোগী কল্যাণ সমিতির উদ্যোগে রাখি বন্ধন উৎসব পালিত হয়। ছিলেন রোগী কল্যাণ সমিতির সভাপতি সুকান্ত পাল। উলুবেড়িয়া মহকুমা উপ সংশোধনাগারের বন্দিদের হাতে রাখি পরিয়ে দেন উলুবেড়িয়া দক্ষিণের বিধায়ক পুলক রায়। তিনি বলেন, ‘‘এখানে উৎসব করে আনন্দ পেলাম।’’ রঘুদেবপুর পিপলস লাইব্রেরি-সহ জেলার বিভিন্ন গ্রন্থাগারে এই দিনটিকে ‘সম্প্রীতি উৎসব’ হিসাবে পালন করা হয়। হুগলিতেও এ দিন আড়ম্বরের সঙ্গে রাখি উৎসব পালিত হয়।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন