উপ নির্বাচনে জোর লড়াই বামেদের

আজ মনোনয়ন জমা তৃণমূল প্রার্থীর

উলুবেড়িয়া লোকসভার উপ নির্বাচনের দিন ঘোষণা হয়েছে আগামী ২৯ জানুয়ারি। মনোনয়পত্র জমা নেওয়া শুরু হয়েছে ৩ জানুয়ারি থেকে। তবে বৃহস্পতিবার পর্যন্ত কোনও প্রার্থীই মনোনয়নপত্র জমা দেননি বলে প্রশাসন সূত্রে খবর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

উলুবেড়িয়া শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০১৮ ০৩:১১
Share:

প্রচার: বামেদের মিছিল শ্যামপুরে। নিজস্ব চিত্র

আজ, শুক্রবার উলুবেড়িয়া লোকসভার উপ নির্বাচনে তৃণমূল প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দেবেন প্রয়াত সাংসদ সুলতান আহমেদের স্ত্রী, সাজদা আহমেদ। বেলা আড়াইটা নাগাদ হাওড়া জেলাশাসকের কার্যালয়ে সাজদার মনোনয়নপত্র জমা দেওয়ার কথা।

Advertisement

উলুবেড়িয়া লোকসভার উপ নির্বাচনের দিন ঘোষণা হয়েছে আগামী ২৯ জানুয়ারি। মনোনয়পত্র জমা নেওয়া শুরু হয়েছে ৩ জানুয়ারি থেকে। তবে বৃহস্পতিবার পর্যন্ত কোনও প্রার্থীই মনোনয়নপত্র জমা দেননি বলে প্রশাসন সূত্রে খবর।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, মনোনয়নপত্র জমা দেওয়া হয়ে গেলেই উলুবেড়িয়া রবীন্দ্রভবনে দলের পক্ষ থেকে কর্মিসভা করার পরিকল্পনা রয়েছে নেতৃত্বের। সেখানে উপ-নির্বাচনে প্রচারের কৌশল ঠিক করা হবে বলে হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল নেতারা জানিয়েছেন। ওই বৈঠকে হাজির থাকার কথা দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, হাওড়া জেলার দায়িত্বপ্রাপ্ত ফিরহাদ হাকিম-সহ জেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতৃত্বের। গ্রামীণ জেলা তৃণমূল সভাপতি পুলক রায় বলেন, ‘‘কর্মীরা প্রচার শুরু করে দিয়েছেন। দেওয়াল লিখনও শেষ পর্যায়ে। মনোনয়নপত্র জমা পড়ার পর থেকে আবার নতুন লড়াই শুরু।’’

Advertisement

বসে নেই সিপিএমও। প্রার্থী সাবিরুদ্দিন মোল্লা প্রচার চালাচ্ছেন জোর কদমে। বৃহস্পতিবার শ্যামপুরে বামফ্রন্টের পক্ষ থেকে মিছিলে যোগ দিয়েছিলেন রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য শ্রীদীপ ভট্টাচার্য। মিছিলে ভিড়ও হয়েছিল ভালই।

বৃহস্পতিবার রাত পর্যন্ত বিজেপির তরফে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সভাপতি অনুপম মল্লিক বলেন, ‘‘দিল্লি থেকে প্রার্থীর নাম ঘোষণা করা হবে। আমাদের কাছে খবর আছে সংসদের অধিবেশন চলছে বলে প্রার্থীর নাম ঘোষণায় দেরি হচ্ছে।’’

বৃহস্পতিবার রাত পর্যন্ত প্রার্থীর নাম ঘোষণা করেনি কংগ্রেসও। জেলা কংগ্রেস কমিটি সূত্রের খবর, দু’জনের নাম পাঠানো হয়েছে প্রদেশ কংগ্রেস কমিটির কাছে। তাঁদের মধ্যে রয়েছেন চেঙ্গাইলের এক সংখ্যালঘু যুবনেতা। জেলা কংগ্রেস সভাপতি পলাশ ভাণ্ডারি বলেন, ‘‘প্রার্থী ঘোষণার জন্য আমরা অপেক্ষা করছি। নাম ঘোষণা হলেই প্রচারে নেমে পড়ব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন