Amit Shah Rally

কলকাতায় সভার পথে বিজেপি-র বাস ভাঙচুর

বিজেপি কর্মীরা জানান, রবিবার সকাল ১১ টা নাগাদ জাঙ্গিপাড়ার রসিদপুর থেকে একটি বাসে জনা ৩০ সমর্থক কলকাতায় শহিদ মিনারে বিজেপির সভায় যাচ্ছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জাঙ্গিপাড়া শেষ আপডেট: ০২ মার্চ ২০২০ ০০:৫৬
Share:

প্রতীকী ছবি।

কলকাতায় অমিত শাহের সভায় যোগ দিতে যাওয়ার পথে আক্রান্ত হলেন বিজেপি কর্মীরা। রবিবার সকালে জাঙ্গিপাড়ায় একটি বাস ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। অভিযোগের আঙুল তৃণমূলের বিরুদ্ধে। যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। ঘটনার প্রতিবাদে এ দিন সন্ধ্যায় জাঙ্গিপাড়া থানা ঘেরাও করে বিজেপি। থানার সামনে জাঙ্গিপাড়া-হাওড়া রোড অবরোধ করা হয়। রাত পর্যন্ত অবরোধ চলে।

Advertisement

বিজেপি কর্মীরা জানান, রবিবার সকাল ১১ টা নাগাদ জাঙ্গিপাড়ার রসিদপুর থেকে একটি বাসে জনা ৩০ সমর্থক কলকাতায় শহিদ মিনারে বিজেপির সভায় যাচ্ছিলেন। তাঁদের অভিযোগ, বাসটি বাহানার কাছে গেলে তৃণমূলের কয়েকজন তাঁদের বাস ভাঙচুর করে। বাসের ভিতরে থাকা বিজেপি কর্মীদের মারধর করা হয়। ঘটনায় জখম ২২ জন বিজেপি কর্মীকে জাঙ্গিপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চারজনের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

শ্রীরামপুর জেলা সাংগঠনিক সভাপতি শ্যামল বসু-র অভিযোগ, ‘‘থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের আমরা গ্রেফতারের দাবি জানাচ্ছি।’’

Advertisement

জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী বলেন, ‘‘এই সব ঘটনা দল সমর্থন করে না। পুলিশকে বলেছি অভিযুক্তদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে।’’ একই সুর তৃণমূল জেলা সভাপতি দিলীপ যাদবেরও। তিনি বলেন, ‘‘স্থানীয় ব্লক নেতৃত্বের সঙ্গে কথা বলব। আমাদের দলে থেকে কোনও বিশৃঙ্খলা করা যাবে না। দলের কেউ জড়িত থাকলে, পুলিশকে ব্যবস্থা নিতে বলব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন