শুরু হয়েছে রামকৃষ্ণ সেতু সংস্কারের কাজ
Traffic block

ভোগান্তি, যানজটে অবরুদ্ধ আরামবাগ

সংস্কার কাজ চলায় আরামবাগের রামকৃষ্ণ সেতুতে বাস ও ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ হয়েছে রবিবার সন্ধ্যা থেকে। এ দিন সকাল ৯টা থেকে দুপুর প্রায় ১টা পর্যন্ত তীব্র যানজটে কার্যত থমকে যায় গোটা শহর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২০ ০৫:৫১
Share:

তীব্র যানজট আরামবাগের রামকৃষ্ণ সেতুতে। শিশু নিয়ে ভোগান্তি পরিবারের (উপরে)। ছবি: সঞ্জীব ঘোষ

সংস্কার কাজ চলায় আরামবাগের রামকৃষ্ণ সেতুতে বাস ও ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ হয়েছে রবিবার সন্ধ্যা থেকে। তার জেরে সোমবার, সপ্তাহের প্রথম কাজের দিন পথে নেমে মানুষকে ভুগতে হবে, এ আশঙ্কা ছিলই। সেটাই সত্যি হল। এ দিন সকাল ৯টা থেকে দুপুর প্রায় ১টা পর্যন্ত তীব্র যানজটে কার্যত থমকে যায় গোটা শহর। শহরের প্রায় সব রাস্তাতে গাড়ির লাইন পড়ে যায়। দীর্ঘক্ষণ যানজটে আটকে থাকার পরে মেজাজ হারিয়ে অনেককেই গালিগালাজ করতে দেখা যায়। পরস্পরের সঙ্গে বচসা ও ধাক্কাধাক্কিতেও জড়িয়ে পড়েন অনেকে। বচসা হয় সিভিক ভলান্টিয়ারদের সঙ্গেও।

Advertisement

আরামবাগ থানা সূত্রে জানা গিয়েছে, যান নিয়ন্ত্রণে সিভিক ভলান্টিয়ারদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা হয়েছে। যানজট ঠেকাতে কিছু পরিকল্পনা করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement