পরপর গাড়িতে ট্রেলারের ধাক্কা হাওড়ায়

ট্রেলারের ধাক্কায় আহত হয়েছেন দুই স্কুটারচালক, লরেন্স ফ্রান্সিসকো (৬৮) এবং ময়ূরিকা ধাড়া (৩৫)। আহত সকলকেই ভর্তি করা হয়েছে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ জুন ২০১৮ ০২:২৮
Share:

অঘটন: নিয়ন্ত্রণ হারিয়ে এই ট্রেলারটি। বৃহস্পতিবার, বিদ্যাসাগর সেতুতে।  নিজস্ব চিত্র

শহরের রাজপথে পরপর দুর্ঘটনা। প্রথমটি ঘটেছে হাওড়ায় বিদ্যাসাগর সেতুর টোল প্লাজার কাছে। দ্বিতীয়টি টালিগঞ্জ থানা এলাকার রাসবিহারী অ্যাভিনিউয়ের উপরে, একটি শপিং মলের কাছে। দু’টি ঘটনা মিলিয়ে জখম হয়েছেন একাধিক ব্যক্তি।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বেলা ১২টা ২০ নাগাদ বিদ্যাসাগর সেতুর উপরে একটি মালবোঝাই ১৪ চাকার ট্রেলার আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে সেটির সামনে দাঁড়িয়ে থাকা ছ’টি গাড়িকে পরপর ধাক্কা মারে। পুলিশ জানিয়েছে, ওই ট্রেলারটি প্রথমে একটি ছোট ট্রাকে ধাক্কা মারে। তার পরে একটি ট্যাক্সি, দু’টি প্রাইভেট গাড়ি এবং সব শেষে দু’টি স্কুটারে ধাক্কা মেরে ডিভাইডারের রেলিংয়ে গিয়ে পড়ে বিশালাকায় গাড়িটি। ওই ঘটনায় ছোট ট্রাকটির চালক সঞ্জিতকুমার মোদী এবং খালাসি মহম্মদ আজিমের চোট লাগে। সঞ্জিতের চোট গুরুতর বলে জানা গিয়েছে। তাঁর মাথায় চোট লেগেছে।

ট্রেলারের ধাক্কায় আহত হয়েছেন দুই স্কুটারচালক, লরেন্স ফ্রান্সিসকো (৬৮) এবং ময়ূরিকা ধাড়া (৩৫)। আহত সকলকেই ভর্তি করা হয়েছে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে। পুলিশ চালক-সহ ট্রেলারটিকে আটক করেছে।

Advertisement

এ দিনই দুপুরে অন্য দুর্ঘটনাটি ঘটেছে টালিগঞ্জ থানা এলাকার লেক মার্কেটের কাছে। পুলিশ সূত্রে খবর, রাজ্য পরিবহণ নিগমের বারাসত-টালিগঞ্জ
রুটের একটি বাস হঠাৎ হুড়মুড়িয়ে এসে দাঁড়িয়ে থাকা একটি ট্যাক্সিকে ধাক্কা মারে। ট্যাক্সিটির সামনে ছিল একটি অ্যাপ-ক্যাব। ফলে ট্যাক্সিটি গিয়ে ধাক্কা মারে ওই গাড়িতে। দু’টি গাড়িতেই সেই সময়ে যাত্রী ছিলেন। পুলিশ জানিয়েছে, অ্যাপ-ক্যাব চালকের ডান হাতে চোট লেগেছে। তবে আর কারও তেমন কোনও আঘাত লাগেনি বলেই পুলিশের দাবি।

পরপর ধাক্কা মারে কয়েকটি গাড়ি ও দু’টি স্কুটারে।

দুর্ঘটনার পরে ওই অ্যাপ-ক্যাবের চালক জাকির হোসেন পুলিশকে জানিয়েছেন, একডালিয়া পার্ক থেকে গার্ডেনরিচ যাবেন বলে দু’জন ক্যাবটি বুক করেছিলেন। তিনি ওই দুই যাত্রীকে নিয়ে দেশপ্রিয় পার্ক পেরিয়ে লেক মার্কেটের আগে সিগন্যালে দাঁড়িয়েছিলেন।

জাকির বলেন, ‘‘পিছন দিকে থেকে আচমকা গাড়িতে প্রবল জোরে এক ধাক্কা। কিছু বুঝে ওঠার আগেই দেখলাম, একটি বাস আমার গাড়ির পিছনের ট্যাক্সির উপরে হুড়মুড়িয়ে এসে পড়েছে। যার জেরে ট্যাক্সি এসে ধাক্কা মেরেছে আমার গাড়িতে।’’ তাঁর ডান হাতে চোটে লেগেছে বলে জানিয়েছেন জাকির। তিনি আরও বলেন, ‘‘যাত্রী দু’জনের মধ্যে এক জনের ঘাড়ে লেগেছিল। দুর্ঘটনার পরে তাঁরা নিজেরাই নেমে অন্য গাড়ি নিয়ে চলে গিয়েছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন