ত্রাণ বিলিকে কেন্দ্র করে গোষ্ঠীদ্বন্দ্বে প্রহৃত তৃণমূল নেতা

ত্রাণ বিলিতে খবরদারি ও একইসঙ্গে গ্রামে ক্ষমতা দখল নিয়ে খানাকুল ১ ব্লকে রবিবার রাধাবল্লভপুর গ্রামে দু’টি দলের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে বোমাবাজিও হয় বলে অভিযোগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

খানাকুল শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৫ ০১:২৯
Share:

ত্রাণ বিলিতে খবরদারি ও একইসঙ্গে গ্রামে ক্ষমতা দখল নিয়ে খানাকুল ১ ব্লকে রবিবার রাধাবল্লভপুর গ্রামে দু’টি দলের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে বোমাবাজিও হয় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নতুন নয়। রবিবার রাতেও তার জেরেই সংঘর্ষ বাধে। বোমাবাজি হয়। রবিবার রাতের ঘটনার জেরে সোমবার সকালে ব্লকের প্রাক্তন তৃণমূল যুব সভাপতি তথা খানাকুল ১ পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ শেখ নয়নকে তাঁর ঘরে ঢুকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে আর এক গোষ্ঠীর নেতা তথা বর্তমান ব্লক তৃণমূল যুব সভাপতি শেখ জামির আলি ও তাঁর দলবলের বিরুদ্ধে। লাঠি এবং রডের আঘাতে গুরুতর জখম শেখ নয়নকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেখ জামির আলি-সহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন শেখ নয়ন। শেখ জামির আলি ওরফে লাল্টু অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। পুলিশ জানিয়েছে ৪ জনকে আটক করে জিজ্ঞাসাদ করা হচ্ছে। অভিযুক্তদের ধরতে তল্লাশি চালানো হচ্ছে। এলাকায় পুলিশি টহলদারি চলছে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, পোল ২ পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রাম বন্যায় প্লাবিত হওয়ার পর সেখানে তৃণমূলের দু’টি গোষ্ঠীর কে আগে ত্রাণ পৌঁছে দেবে তা নিয়ে রেষারেষি শুরু চলছিল। রবিবার রাধাবল্লভপুর গ্রামে প্রাক্তন যুব সভাপতি শেখ নয়ন গোষ্ঠীর ত্রাণ সংক্রান্ত বৈঠক চলাকালীন বোমাবাজি হয় বলে অভিযোগ। শেখ নয়নের দাবি, ‘‘ওই গ্রামের মানুষ আমাকে ছাড়া কাউকে চেনেন না। কিন্তু লাল্টুরা কিছু দুষ্কৃতী নিয়ে মানুষকে ভয় দেখিয়ে গ্রামে প্রভাব বিস্তার করতে চাইছে। গ্রামে আশান্তি করার জন্য কয়েক জনের নামে রবিবার থানায় অভিযোগ জানাই। তারই জেরে ঘরে চড়াও হয়ে আমাকে মারধর করা হয়েছে।’’ তিনি আরও জানান, এর পিছনে আছেন বিধায়ক ইকবাল আহমেদের ব্যক্তিগত সহকারী শেখ ফরিদুল কাদের ওরফে নবাব। যদিও ফরিদুলের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাননি তিনি। শেখ ফরিদুল ওরফে নবাব এ সব অস্বীকার করে বলেন, ‘‘সব বাজে গল্প। ঘটনার সঙ্গে আমার কোনও যোগ নেই।’’ অভিযুক্ত তৃণমূলের ব্লক সভাপতি শেখ জামির আলি ওরফে লাল্টু বলেন, ‘‘রাধাবল্লভপুর গ্রামে নিজেরাই বোমাবাজি করে শেখ নয়নরা গ্রামবাসীর নামে মিথ্যা দোষ চাপাচ্ছে। তাই তাঁরাই মামলা তুলে নেওয়ার জন্য নয়নের বাড়িতে গিয়েছিল বলে জেনেছি। আমাকে এই ঘটনায় মিথ্যাভাবে জড়ানো হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন