অভিযুক্ত তৃণমূল বিধায়ক

চুঁচুড়ায় বিজেপি-র অফিস বন্ধের হুমকি

বিজেপির দলীয় কার্যালয় বন্ধ করতে দলবল নিয়ে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার রবীন্দ্রনগর এলাকায়। স্থানীয় বিজেপি নেতৃত্ব এ নিয়ে থানায় অভিযোগও করেছেন। রবিবার দলের কর্মী-সমর্থকেরা চুঁচুড়া থানায় এ নিয়ে বিক্ষোভ দেখান। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য স্মারকলিপিও দেওয়া হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

চুঁচুড়া শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৫ ০১:১৪
Share:

বিজেপির দলীয় কার্যালয় বন্ধ করতে দলবল নিয়ে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার রবীন্দ্রনগর এলাকায়। স্থানীয় বিজেপি নেতৃত্ব এ নিয়ে থানায় অভিযোগও করেছেন। রবিবার দলের কর্মী-সমর্থকেরা চুঁচুড়া থানায় এ নিয়ে বিক্ষোভ দেখান। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য স্মারকলিপিও দেওয়া হয়।

Advertisement

পুলিশ ও বিজেপি সূত্রে খবর, রবীন্দ্রনগরের শীতলাতলায় বিজেপির একটি দলীয় অফিস রয়েছে। একটি বাড়িতে ঘর ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরেই ওই অফিস চালাচ্ছে তারা। বিজেপি নেতৃত্বের অভিযোগ, শনিবার রাতে কয়েকশো সমর্থক নিয়ে গিয়ে অফিসটি বন্ধ করে দেওয়ার হুমকি দেন স্থানীয় তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। বাড়িওয়ালাকে হুমকি দেওয়া হয়, তাঁর বাড়ি থেকে বিজেপি-র অফিস তু‌লে দেওয়ার জন্য। যদিও অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন অসিতবাবু। তিনি বলেন, ‘‘যে কোনও দলই তাদের নিজস্ব কার্যালয় তৈরি করতে পারে। সেটা বন্ধ করার এক্তিয়ার তাদের ছাড়া অন্য কারও থাকতে পারে না। ওরা শুধু শুধু আমাদের দলের নামে মিথ্যা অভিযোগ করে এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। বিজেপি-র নিজেদের মধ্যে কোন্দলে পায়ের তলার মাটি সরে যাচ্ছে। তাই তৃণমূলের বিরুদ্ধে কুৎসা রটানোর চেষ্টা চালাচ্ছে।’’

বিজেপির জেলা সহ-সভাপতি স্বপন পাল বলেন, ‘‘তৃণমূল বিধায়ক অসিত মজুমদার নিজে দলীয় সমর্থকদের নিয়ে এসে আমাদের কার্যালয় বন্ধ করে দেওয়ার জন্য বাড়ির মালিককে হুমকি দিয়ে গিয়েছেন। আসলে ওঁরা বিজেপিকে ভয় পাচ্ছেন। তাই জোর করে, হুমকি দিয়ে দলীয় কার্যালয়গুলিকে বন্ধ করে জনগণের থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা চালাচ্ছে। তবে ওরা ভুল ভাবছে। দলীয় কার্যালয় বন্ধ করে বিজেপিকে আটকানো যাবে না।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন