রেশন মেলেনি, বন্ধ দোকান

পর্যাপ্ত পরিমাণে খাদ্যসামগ্রী দেওয়া হচ্ছে না। এই অভিযোগে একটি রেশন দোকান বন্ধ করে দিলেন গ্রামবাসীরা। শনিবার হুগলির ফুরফুরা পঞ্চায়েতের পূর্ব দুর্গাপুর এলাকার ঘটনা। গ্রামবাসীদের বাধায় রবিবারও দোকান খুলতে পারেননি ওই রেশন ডিলার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মে ২০১৬ ০৩:৪৩
Share:

পর্যাপ্ত পরিমাণে খাদ্যসামগ্রী দেওয়া হচ্ছে না। এই অভিযোগে একটি রেশন দোকান বন্ধ করে দিলেন গ্রামবাসীরা। শনিবার হুগলির ফুরফুরা পঞ্চায়েতের পূর্ব দুর্গাপুর এলাকার ঘটনা। গ্রামবাসীদের বাধায় রবিবারও দোকান খুলতে পারেননি ওই রেশন ডিলার। অভিযোগ মানেননি তিনি। গ্রামবাসীদের একাংশের বক্তব্য, খাদ্য সুরক্ষা আইনে কেন্দ্রীয় সরকার যে ডিজিটাল কার্ড দিয়েছে, ফুরফুরার ওই এলাকার অনেক গরিব মানুষের তাতে নাম নেই। কেন্দ্রীয় তালিকায় যাঁদের নাম নেই তাঁরাও যাতে গণবন্টন ব্যবস্থার সুফল পান, সে জন্য রাজ্য সরকারের তরফে কার্ড তৈরির ব্যবস্থা করা হয়। ফুরফুরার ওই এলাকার অনেকে সেই কার্ডের জন্য আবেদন করেন। ফুরফুরার পরমানন্দপুরের বাসিন্দা শেখ জাহাঙ্গির বলেন, ‘‘আমরা গরিব মানুষ। কিন্তু নতুন কার্ড পাইনি। দু’দফায় আবেদন করেছি। যতটুকু চাল-গম আমাদের দেওয়ার কথা, তার থেকে অনেক কম দেওয়া হয়।’’ একই বক্তব্য শেখ আয়ুব আলিদেরও। গ্রামবাসীদের দাবি, চলতি সপ্তাহে খাদ্যসামগ্রী দেওয়া হয়নি। ১৫ দিনের খাদ্যসামগ্রী দেওয়ার কথা ছিল। ক্ষোভে শনিবার শ’দেড়েক গ্রামবাসী ওই রেশন দোকানের সামনে গিয়ে বিক্ষোভ দেখায়। রেশন ডিলার আব্দুল সাত্তারের বক্তব্য, ‘‘যেমন চাল-গম পাই সেই হিসেবেই ওঁদের তা দেওয়া হয়। এই সপ্তাহে পুরো খাদ্যসামগ্রী না আসায় তা দেওয়া যায়নি। পরের মাসেই দিয়ে দেওয়া হবে। অকারণেই দোকান বন্ধ করা হল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement