প্রেমিকাকে ধর্ষণ করে হুমকি, ধৃত

ফেসবুকের পরিচয় গড়িয়েছিল প্রেমে। আর তারপর সেই প্রেমিকাকে ধর্ষণ করে সেই ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা চাওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ওই তরুণীর দাবি, তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন ওই যুবক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শ্রীরামপুর শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০১৭ ০৩:১৭
Share:

ফেসবুকের পরিচয় গড়িয়েছিল প্রেমে। আর তারপর সেই প্রেমিকাকে ধর্ষণ করে সেই ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা চাওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ওই তরুণীর দাবি, তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন ওই যুবক। অভিযুক্তকে গ্রেফতার করেছে শ্রীরামপুর থানার পুলিশ।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর খা‌নেক আগে ফেসবুকের মাধ্যমে দু’জনের বন্ধুত্ব হয়। ছেলেটিও রিষড়ার বাসিন্দা। বন্ধুত্ব ঘনিষ্ঠতায় গড়ায়। তরুণীর অভিযোগ, কয়েক মাস আগে চন্দননগরের একটি পার্কে ছেলেটি ঠাণ্ডা পানীয়ের সঙ্গে কিছু মিশিয়ে তাঁকে খাইয়ে দেয়। তিনি বেহুঁশ হয়ে যান। তখন ছেলেটি তাঁকে ধর্ষণ করে।

এরপর ওই মহিলার আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে যুবকটি তাঁর থেকে টাকা দাবি করে। প্রথমে ভয় পেয়ে ওই মহিলা কয়েক ধাপে পাঁচ হাজার টাকা দেন। কিন্তু তারপর আর ওই মহিলা টাকার ব্যবস্থা করতে পারেননি। আর টাকা না দেওয়ায় ছেলেটি সোশ্যাল মিডিয়ায় ওই মহিলার আপত্তিকর ছবি ছেড়ে দেয় বলে ওই মহিলার অভিযোগ।

Advertisement

গত বুধবার ওই তরুণী শ্রীরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে ধর্ষণ-সহ তিনটি ধারায় মাম‌লা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রের দাবি, মেয়েটি মেডিক্যাল পরীক্ষা করাতে রাজি হননি। তবে, এ দিন তিনি শ্রীরামপুর আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেন। পুলিশের বক্তব্য, অভিযোগের তদন্ত শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় মেয়েটির আপত্তিকর ছবির কোনও প্রমাণ মেলেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন