থিম বনাম সাবেক, হাওড়ায় তুঙ্গে পুজোর লড়াই

এখন আকাশটা সমুদ্র-নীল। সাদা মেঘ যেন শ্বেতপদ্ম। শরতের আকাশে এই রংই মর্ত্যে এনে দেয় আসন্ন উৎসবের প্রথম ছোঁয়া। যে ছোঁয়ায় পাল্টে যায় পথঘাট-অলিগলি-রাজপথ। পাল্টে যায় বাসে-ট্রামে তর্ক-বিতর্ক। সাবেক না থিম? এই প্রশ্ন ঘিরেই এখন সরগরম শহর থেকে শহরতলি। লড়াইয়ে পিছিয়ে নেই কলকাতার প্রতিবেশী হাওড়াও। যেমন মধ্য হাওড়ার সুবল স্মৃতি সঙ্ঘ। তারা মণ্ডপসজ্জায় তুলে ধরবে অকাল বোধনের কাহিনি। এই পুজোর ভাবনায় পদ্ম নিয়ে রামচন্দ্রের দুর্গাপুজো। একশো পদ্ম দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ।

Advertisement

দেবাশিস দাশ

কলকাতা শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৪ ০০:৩০
Share:

এখন আকাশটা সমুদ্র-নীল। সাদা মেঘ যেন শ্বেতপদ্ম। শরতের আকাশে এই রংই মর্ত্যে এনে দেয় আসন্ন উৎসবের প্রথম ছোঁয়া। যে ছোঁয়ায় পাল্টে যায় পথঘাট-অলিগলি-রাজপথ। পাল্টে যায় বাসে-ট্রামে তর্ক-বিতর্ক। সাবেক না থিম? এই প্রশ্ন ঘিরেই এখন সরগরম শহর থেকে শহরতলি।

Advertisement

লড়াইয়ে পিছিয়ে নেই কলকাতার প্রতিবেশী হাওড়াও। যেমন মধ্য হাওড়ার সুবল স্মৃতি সঙ্ঘ। তারা মণ্ডপসজ্জায় তুলে ধরবে অকাল বোধনের কাহিনি। এই পুজোর ভাবনায় পদ্ম নিয়ে রামচন্দ্রের দুর্গাপুজো। একশো পদ্ম দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ। একই ভাবে পৌরাণিক তীর্থক্ষেত্র হিসেবে বারাণসী কী ভাবে শিবের ধাম হয়ে উঠল, তা তুলে ধরা হবে হাওড়া তরুণ সমিতির মণ্ডপে। গঙ্গার তীরে সেখানে তৈরি হবে পৌরাণিক বারাণসী। দর্শনার্থীদের জন্য আশ্চর্য এক দ্বীপ তৈরি হচ্ছে শিবপুরের সম্মিলিত নাগরিকবৃন্দের পুজোয়। মৎসকন্যা রণের দেবী রূপে সেখানে সপরিবার আবির্ভূত হবেন মা দুর্গা।

ব্যাঁটরা সম্মিলনীর বিষয়-ভাবনায় এ বার পূর্ব ও পশ্চিম ভারতের সংস্কৃতি-রীতিনীতির মেলবন্ধন। সেই বন্ধন তৈরি হবে গুজরাতের নবরাত্রি উৎসবের মতো লক্ষ প্রদীপ জ্বেলে। কদমতলা চিত্তরঞ্জন স্মৃতিমন্দিরের মণ্ডপ তৈরি হচ্ছে নানা জ্যামিতিক আকারে। সেখানে মা দুর্গারও নানা রূপ। সমুদ্রদূষণ মানব সভ্যতাকে কী ভাবে বিপন্ন করছে, কতটাই বা আক্রান্ত সমুদ্রগর্ভ, তা মণ্ডপসজ্জায় তুলে ধরছে উত্তর খুরুট বারোয়ারি। এই পুজোয় বাড়তি পাওনা বরফ-জমা সমুদ্র। অন্ধকার থেকে উৎসারিত সপ্তশক্তি থেকে মায়ের বোধন দেখাবে হাওড়া রামকৃষ্ণ অ্যাথলেটিক ক্লাব। সিনেমায় বিভূতিভূষণের চাঁদের পাহাড়ের পরে এ বার পুজোর থিমেও চাঁদের পাহাড়। থাকছে পাহাড়, জঙ্গল আর সিংহ। ভাবনায় হাওড়া অনুশীলন সমিতি।

Advertisement

দেশপ্রাণ শাসমল রোডের পাগলা ফৌজের মণ্ডপ-ভাবনায় জন্মান্তরবাদকে কেন্দ্র করে জাতিস্মর। ভাসমান দেবী দুর্গার পায়ের তলায় জাতিস্মরের প্রতিরূপ হিসেবে থাকবে ভাসমান সহস্র পদ্ম। কোঁড়ারবাগান বারোয়ারির বাগবাদিনী ব্যায়াম সমিতির এ বারের ভাবনা পরিবেশ দূষণ। বিপন্ন মানবসভ্যতার প্রাণভিক্ষার আর্জি তুলে ধরা হবে মণ্ডপে। কল্যাণপল্লি সর্বজনীন দুর্গোৎসব কমিটি বাংলার লুপ্তপ্রায় গ্রামীণ ঐতিহ্যকে শিল্প ও পরম্পরার মেলবন্ধনে তুলে ধরবে। প্রকৃতির প্রকৃত বন্ধু হচ্ছে মানুষ। মানুষই পারে প্রকৃতিকে রক্ষা করতে। সেই বক্তব্যই তুলে ধরা হবে সদানন্দ স্মৃতি সঙ্ঘের মণ্ডপে। আজ সমাজে নারীর প্রতি যে লাঞ্ছনা ও অপমান, তা রুখতে পারে একমাত্র নারীশক্তিই। দেবী বন্দনার মাধ্যমে স্ত্রী-শক্তিকে জাগ্রত করার আবেদন সাঁতরাগাছি কল্পতরু স্পোর্টিং ক্লাবের মণ্ডপ-ভাবনায়।

ইছাপুর শিবাজি সঙ্ঘের এ বারের থিম আন্দামানের বিলুপ্ত প্রায় জারোয়ারা। হালদারপাড়া ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন তাদের সুবর্ণজয়ন্তী বর্ষে মণ্ডপে তুলে ধরছে ভূগর্ভস্থ জলস্তরকে রক্ষা করার আর্জি। হাজারহাত কালীতলা সাধারণ দুর্গোৎসব কমিটি দর্শকদের নিয়ে যাবে রামধনুর দেশে। এক টুকরো গ্রামবাংলা তুলে ধরা হচ্ছে ঘোষপাড়া সংকল্প সঙ্ঘের পুজোয়। হাওড়া ব্যায়াম সমিতির থিম ‘দুষ্টের দমন, শিষ্টের পালন’। দূষণের জেরে এখন মাঝেমধ্যেই দেখা যায় অ্যাসিড বৃষ্টি। যা সৃষ্টিকে এগিয়ে নিয়ে যায় ধ্বংসের দিকে। সেই ভাবনাই তুলে ধরবে সরস্বতী ক্লাব। দূষণ ও বৃক্ষ নিধনের জেরে শহর থেকে কী ভাবে হারিয়ে যাচ্ছে চড়ুই, ফিঙে, কাঠবিড়ালি, তা দেখা যাবে কাজীবাগান লেন উন্নয়ন সমিতির পূজামণ্ডপে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন