ব্যান্ডেলে অসুস্থ ৩০টি শিশু

গত কয়েকদিনে একই এলাকায় ৩০ জন শিশু অসুস্থ পড়েছেন। ঘটনাটি ঘটেছে হুগলির ব্যান্ডেলের কেওটা এলাকায়। এক সঙ্গে এত জন শিশু অসুস্থ হয়ে যাওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গরুর দুধ খেয়েই শিশুরা অসুস্থ হয়ে পড়েছেন। তাঁরা জানান, কয়েক দিন ধরেই এলাকার কয়েকজন শিশু জ্বর ও পেট ব্যাথায় ভুগছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুলাই ২০১৫ ০২:০৪
Share:

গত কয়েকদিনে একই এলাকায় ৩০ জন শিশু অসুস্থ পড়েছেন। ঘটনাটি ঘটেছে হুগলির ব্যান্ডেলের কেওটা এলাকায়। এক সঙ্গে এত জন শিশু অসুস্থ হয়ে যাওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গরুর দুধ খেয়েই শিশুরা অসুস্থ হয়ে পড়েছেন। তাঁরা জানান, কয়েক দিন ধরেই এলাকার কয়েকজন শিশু জ্বর ও পেট ব্যাথায় ভুগছিল। গত মঙ্গলবার রাতে একটি শিশুকে চুঁচুড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানিয়ে দেন গরুর দুধের সংক্রমণের কারণেই শিশুটি অসুস্থ হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, হুগলি-চুঁচুড়া পুরসভার ২ নম্বর ওয়ার্ডের এক মহিলা গরুর দুধের ব্যবসা করেন। তার গরুটি অসুস্থ ছিল। সম্প্রতি সেই গরু তিনি বিক্রি করে দিয়েছেন। যদিও শিশুদের অসুস্থতার সঙ্গে অসুস্থ গরুর দুধের সম্পর্ক না থাকার সম্ভাবনাই বেশি বলে জানিয়েছেন চুঁচুড়া ইমানবাড়া হাসপাতালের সুপার সুভাষ মণ্ডল। তিনি বলেন, ‘‘বৃহস্পতিবার ওই এলাকায় স্বাস্থ্য দফতর থেকে প্রতিনিধি দল পাঠানো হবে। শিশুদের পরীক্ষা করে জেলা স্বাস্থ্য দফতরে রির্পোট পাঠানো হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement