—নিজস্ব চিত্র।
স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তি বসানো হল হাওড়ার জগাছা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। মূর্তির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বামী বেদপুরুষানন্দ, কানাইলাল ভট্টাচার্য কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার সাহু। মূর্তি উদ্বোধনের সঙ্গেই পালিত হয় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলন এবং বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান।