গভীর রাতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রবল বিস্ফোরণ, কেঁপে উঠল গোটা গ্রাম

প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল বীরভূমের লোকপুর থানার নওপাড়া গ্রাম। বুধবার গভীর রাতে মজুত করে রাখা বোমার স্তূপে বিস্ফোরণের জেরে ধূলিসাৎ হয়ে গেল নওপাড়া গ্রামের দঙ্গলপাড়ার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র। খবর পেয়ে রাতেই গ্রামে পৌঁছয় লোকপুর থানার পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বীরভূম শেষ আপডেট: ০২ জুন ২০১৬ ১২:৩০
Share:

বিস্ফোরণে ধূলিসাৎ লোকপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্র। —নিজস্ব চিত্র।

প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল বীরভূমের লোকপুর থানার নওপাড়া গ্রাম। বুধবার গভীর রাতে মজুত করে রাখা বোমার স্তূপে বিস্ফোরণের জেরে ধূলিসাৎ হয়ে গেল নওপাড়া গ্রামের দঙ্গলপাড়ার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র। খবর পেয়ে রাতেই গ্রামে পৌঁছয় লোকপুর থানার পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকে গোটা গ্রাম ঘিরে রেখেছে বিশাল বাহিনী। ঘটনাস্থলে যান বীরভূমের ডিএসপি ধ্রুব দাস, দুবরাজপুরের সিআই এবং লোকপুর থানার ওসি। তবে কাউকে এখনও গ্রেফতার করা যায়নি।

Advertisement

যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিস্ফোরণ ঘটেছে, তার সংলগ্ন বাড়িটির বাসিন্দা শেখ জয়নাল জানান, রাত ২টো নাগাদ হঠাৎই প্রবল শব্দে তাঁর ঘুম ভেঙে যায়। সিলিং থেকে চাঙড় খসে পড়ে তাঁর গায়ে। আতঙ্কে দৌড়ে ঘর থেকে বেরিয়ে পড়েন জয়নাল। তখনই দেখতে পান, লাগোয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি মাটিতে মিশে গিয়েছে। আশপাশের আরও অনেকগুলি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ওই বিস্ফোরণে।

গ্রামবাসীরা জানাচ্ছেন, ভোটের আগে একবার এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিতে তল্লাশিতে এসেছিল পুলিশ। বোমা মজুত থাকার খবর পেয়েই তল্লাশি হয়েছিল। কিন্তু তখন কিছু পাওয়া যায়নি। তবে গতরাতের বিস্ফোরণ যে মজুত করে রাখা বোমার স্তূপেই ঘটেছে, তা স্পষ্ট গ্রামবাসীদের কাছে।

Advertisement

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কারা মজুত করল বোমা? স্থানীয় সূত্রের খবর, তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াইয়ের জেরেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বোমা মজুত করা হয়েছিল। লালবাবু গোষ্ঠীর উপর হামলা করতে লুতুব মাস্টার গোষ্ঠীর লোকজন বোমা মজুত করেছিল বলে অভিযোগ। কয়েক দিন আগে তৃণমূলের জয় উদযাপন করতে লালবাবু গোষ্ঠী লোকপুরে যে বিজয়োৎসব করেছিল, সেই বিজয়োৎসব থেকে লুতুব মাস্টার গোষ্ঠীর উপর হামলা হয়। তার বদলা নিতেই নাকি বোমা মজুত হয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন