মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় দেশের ‘অ্যাক্টিং প্রাইম মিনিস্টার’ (ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী)। তিনি কে? নাম করেননি মমতা। তবে রাজনৈতিক মহলের অনেকের বক্তব্য, মমতা যা বলেছেন, তাতে তাঁর ইঙ্গিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকেই।
সোমবার মুর্শিদাবাদ পৌঁছে বিএসএফের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। ধুলিয়ান, সুতির হিংসায় বিএসএফের কারণেই অশান্তি বৃদ্ধি পেয়েছিল বলে অভিযোগ করেন মমতা। সেই প্রসঙ্গেই তিনি বলেন, ‘‘দেশের অ্যাক্টিং প্রাইম মিনিস্টার কে? আমি জানি না। আমাকে কয়েক জন ছাত্র বললেন। বিজেপি এর জবাব দিতে পারবে। অ্যাক্টিং প্রাইম মিনিস্টার দেশ চালাচ্ছেন। আমি তাঁকে বলব, চেয়ারে বসে ভেদাভেদের রাজনীতি করবেন না। সাম্প্রদায়িক অশান্তি না-করে, সীমান্ত রক্ষায় নজর দিন।’’
বিএসএফ সীমান্ত পাহারা দেয়। যা শাহের মন্ত্রকের অধীন। যা থেকে অনেকেই মনে করছেন, মমতা নাম না-করলেও, আসলে শাহকেই নিশানা করতে চেয়েছেন। উল্লেখ্য, মুর্শিদাবাদে হিংসার ঘটনার সূত্রপাত হয়েছিল ওয়াকফ আইনের প্রতিবাদ কর্মসূচি থেকে। গত ১৬ এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম-মোয়াজ্জিমদের সম্মেলনে মমতা শাহের নাম করেই আক্রমণ করেছিলেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘‘আমি নাম বলি না। কিন্তু আজকে বলছি। এখানে অমিত শাহের কোম্পানি বেশি আছে।’’ এর পরেই শাহের উদ্দেশে মমতা বলেছিলেন, ‘‘আপনি কোনও দিন প্রধানমন্ত্রী হবেন না। মোদীজির প্রধানমন্ত্রিত্ব গেলে আপনার কী হবে? আপনাকে তো হামাগুড়ি দিতে হবে।’’ সরাসরি প্রধানমন্ত্রীর উদ্দেশে মমতা অনুরোধ করেছিলেন, ‘‘আমি মোদীজিকে অনুরোধ করছি, ওই লোকটাকে নিয়ন্ত্রণ করুন। একটা লোকের হাতে সব এজেন্সি। যেমন পারছে ব্যবহার করছে।’’
মমতা সাত বারের সাংসদ। তিন বারের মুখ্যমন্ত্রী। নিজের দীর্ঘ সংসদীয় রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার কথা উল্লেখ করতে গিয়ে সোমবার মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি ১০-১২ জন প্রধানমন্ত্রীকে দেখেছি। অনেকের সঙ্গে সামনে থেকে কাজ করেছি। কিন্তু এই রকম দেখিনি। আমি প্রধানমন্ত্রীর কথা বলছি না। অ্যাক্টিং প্রাইম মিনিস্টারের কথা বলছি।’’
সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদকে কেন্দ্র করে কী ভাবে অশান্তি হল? কেন পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে গেল? কারা এর নেপথ্যে? মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি সমস্তটাই যাচাই করে দেখছেন। খবরাখবর নিচ্ছেন। তাঁর কথায়, ‘‘শীঘ্রই এ বিষয়ে সম্পূর্ণ সত্য প্রকাশ্যে আনা হবে।’’