বাড়ছে নিরাপত্তা, নতুন নিয়ম নবান্নে

নবান্নের নিরাপত্তা ক্রমেই আঁটোসাঁটো হচ্ছে। ভবনের ভিতর ও বাইরের চত্বর দেড়শোর মতো সিসিটিভি দিয়ে মুড়ে ফেলার পরে এ বার ১১ থেকে ১৪ তলা পর্যন্ত মোবাইল, কলম ও ক্যামেরা নিয়ে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করল পুলিশ।

Advertisement

সোমনাথ চক্রবর্তী

কলকাতা শেষ আপডেট: ১৬ জুন ২০১৬ ০৯:২৮
Share:

নবান্নের নিরাপত্তা ক্রমেই আঁটোসাঁটো হচ্ছে। ভবনের ভিতর ও বাইরের চত্বর দেড়শোর মতো সিসিটিভি দিয়ে মুড়ে ফেলার পরে এ বার ১১ থেকে ১৪ তলা পর্যন্ত মোবাইল, কলম ও ক্যামেরা নিয়ে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করল পুলিশ। তবে কেবল বহিরাগতেরাই (সরকারি কর্মী নয়) এই নিয়মের আওতায় পড়ছেন। জুন মাসের গোড়া থেকেই চালু হয়ে গিয়েছে এই ব্যবস্থা।

Advertisement

পুলিশের একাংশের বক্তব্য, নারদ কাণ্ডে শাসক দলের একাধিক বিধায়ক ও সাংসদের নাম জড়ানোয় আর ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। তাই এত সতর্কতা। এমনিতেই সিসিটিভির মাধ্যমে নবান্নে সরকারি কর্মী ও বহিরাগতদের উপর নজরদারি চালায় পুলিশ। কিন্তু তাতেও খামতি থাকছে বলে মত পুলিশকর্তাদের। পুলিশ জানায়, নানা কাজে আসা লোকজনকে নবান্নে ঢুকতে হয় ভবন লাগোয়া বাসস্ট্যান্ডের গেট দিয়ে। সেখানে দর্শনার্থীর নাম, কী কাজে নবান্নে ঢোকা, তা লেখার পরেই প্রবেশের ছাড়পত্র মেলে। এত দিন বিশিষ্টজনেরা নবান্নে ঢুকতেন ভিআইপি গেট ও মাদার ডেয়ারির দিকের গেট দিয়ে। কিন্তু নয়া নিয়মে ১১, ১২, ১৩ ও ১৪ তলার দর্শনার্থীদের জন্য মাদার ডেয়ারির গেট বন্ধ। তাঁদের ঢুকতে হবে ভিআইপি গেট দিয়ে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন