সুকনায় চিনা প্রতিনিধি দল

সোমবারই কলকাতা থেকে ১০ জনের প্রতিনিধি দলটি শিলিগুড়িতে পৌঁছেছে। দলটির নেতৃত্বে আছেন চিনের ওয়েস্টার্ন থিয়েটার কম্যান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট লিউ শিয়াউ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৮ ০৫:২৯
Share:

প্রতীকী ছবি।

ভারত-চিন সীমান্তে দু’দেশের সেনাবাহিনীর মধ্যে সমন্বয় বাড়াতে আজ, বুধবার বৈঠক হওয়ার কথা শিলিগুড়িতে। সুকনায় ভারতীয় সেনাবাহিনীর ৩৩ কোরের সদর দফতরে আজ সকালে দু’পক্ষের আলোচনায় সীমান্ত সমস্যা, নাথু লা সীমান্ত দিয়ে বাণিজ্যের প্রসঙ্গও উঠতে পারে বলে খবর।

Advertisement

সোমবারই কলকাতা থেকে ১০ জনের প্রতিনিধি দলটি শিলিগুড়িতে পৌঁছেছে। দলটির নেতৃত্বে আছেন চিনের ওয়েস্টার্ন থিয়েটার কম্যান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট লিউ শিয়াউ। রয়েছেন সে-দেশের বায়ু সেনা এবং সামরিক বাহিনী-সহ বিভিন্ন সামরিক শাখার কয়েকজন আধিকারিক। ভারতীয় সেনা দলটির নেতৃত্ব দিচ্ছেন ৩৩ কোরের জিওসি লেফটেন্যান্ট জেনারেল প্রদীপ এম বালি। আজ সকাল ১০টায় বৈঠক বসার কথা। মাল্লাগুড়ির একটি অভিজাত হোটেলে প্রতিনিধি দলটিকে রাখা হয়েছে। এজন্য হোটেলটি ঘিরে রবিবার থেকেই নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়। আজ বৈঠকের পর রাতে সুকনায় সেনাবাহিনীর সদর দফতরেই থাকার কথা চিনা দলটির। সেনাবাহিনীর তরফে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, গত এপ্রিল মাসে চিনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের পরেই দুই তরফে সমন্বয় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। চিনের প্রতিনিধিদের এই সফর সেই সিদ্ধান্তেরই অঙ্গ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন