ইঞ্জিনিয়ারদের স্বনির্ভর করতে শিল্প সম্মেলন

ইঞ্জিনিয়ারিং পাশ করা পড়ুয়াদের চাকরির সম্ভাবনা যে ক্রমশ কমছে, তা স্বীকার করে নিলেন মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈকত মৈত্র। পড়ুয়ারা যাতে স্বনির্ভর হতে পারেন, সেই জন্য ২৭-২৯ মার্চ মিলনমেলায় শিল্প সংস্থাগুলির সঙ্গে তাঁদের সম্মেলনের আয়োজন করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৭ ০২:৪৫
Share:

ইঞ্জিনিয়ারিং পাশ করা পড়ুয়াদের চাকরির সম্ভাবনা যে ক্রমশ কমছে, তা স্বীকার করে নিলেন মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈকত মৈত্র। পড়ুয়ারা যাতে স্বনির্ভর হতে পারেন, সেই জন্য ২৭-২৯ মার্চ মিলনমেলায় শিল্প সংস্থাগুলির সঙ্গে তাঁদের সম্মেলনের আয়োজন করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে উপাচার্য জানান, ওই সম্মেলনে পড়ুয়াদের তৈরি করা বিভিন্ন জিনিসের নমুনা শিল্প সংস্থার কর্তাদের দেখানো হবে। কোনও নমুনা পছন্দ হলে আগ্রহী সংস্থাকে তা সরবরাহ করবেন পড়ুয়ারা। ‘‘চাকরির আশা ছেড়ে পড়ুয়ারা যাতে স্বনির্ভর হতে পারেন, সেই জন্যই সম্মেলনের আয়োজন করা হয়েছে,’’ বলেন উপাচার্য। সম্প্রতি অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনের এক সমীক্ষায় দেখা গিয়েছে, ইঞ্জিনিয়ারিং পাশ ৬০% পড়ুয়া চাকরি পাচ্ছেন। সৈকতবাবু জানান, তাঁদের অধীন কলেজের মাত্র ৫০% পড়ুয়া চাকরি পেয়েছেন। কোথাও কোথাও সেটা ৩০%। তাঁর দাবি, শুধু পশ্চিমবঙ্গে নয়, গোটা দেশেই শিল্পের মন্দা। বৃহৎ শিল্পের থেকে মাঝারি ও ক্ষুদ্র শিল্প সংস্থায় চাহিদা বেড়েছে। তাদের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে পড়ুয়ারা যাতে বিভিন্ন জিনিস তৈরি করতে পারেন, সেটাই দেখা হবে। শিক্ষা ও শিল্পের দূরত্ব কমিয়ে পাঠ্যক্রমও বদলানো হতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন