তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তাল গড়বেতা কলেজ, মাথা ফাটল ছাত্রের

নিজেদের ঘরের কোন্দলে আরও একবার নাম জড়াল শাসকদলের। নেতাজি ইন্ডোর থেকে যে দিন দলকে এককাট্টা হয়ে চলতে বলছেন মমতা, সে দিনই তাঁর ছাত্র সংগঠনের দুই গোষ্ঠী তুমুল মারপিটে জড়াল গড়বেতা কলেজে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ১৮ জুন ২০১৬ ২১:৫৪
Share:

নিজেদের ঘরের কোন্দলে আরও একবার নাম জড়াল শাসকদলের। নেতাজি ইন্ডোর থেকে যে দিন দলকে এককাট্টা হয়ে চলতে বলছেন মমতা, সে দিনই তাঁর ছাত্র সংগঠনের দুই গোষ্ঠী তুমুল মারপিটে জড়াল গড়বেতা কলেজে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, এ দিন কলেজ ক্যাম্পাসের দখলদারি নিয়ে প্রবল সংঘর্ষ শুরু হয় টিএমসিপি-র দুই গোষ্ঠীর মধ্যে। বাঁশ-লাঠি নিয়ে একে অপরের ওপর চড়াও হয় দু’পক্ষ। ঘটনার জেরে দু’পক্ষের সাত জন ছাত্র আহত হন। পরে গড়বেতা থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। সংঘর্ষে আশিস চালক (২১) নামে এক কলেজ পড়ুয়ার মাথা ফেটে যায়। তাঁকে মেদিনীপুর মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাকি ছয় আহতকে গড়বেতা হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছে়ড়ে দেওয়া হয়।

আরও পড়ুন: রাজ্যেরও নারদ-তদন্ত, দায়িত্বে রাজীব

Advertisement

এই ঘটনায় নাম জড়িয়েছে গড়বেতা কলেজের তৃণমূল ছাত্র সংসদের দুই গোষ্ঠীর। সূত্রে খবর, ওই কলেজে সাধারণ সম্পাদক দেবরাজ রায় ও তাঁর অনুগামীরা একটি দল। অন্যদিকে ইউনিট সভাপতি কমলাকান্ত ঘোষকে ঘিরে তাঁর অনুগামীদের আলাদা দল। পড়ুয়াদের বক্তব্য, ছোটখাটো সমস্যা নিয়ে প্রায়ই ঝামেলা বাঁধে এই দুই গোষ্ঠীর। এখন কলেজে ভর্তি চলছে। তাই নতুন কলেজ পড়ুয়াদের নিজেদের দলে টানতে প্রায়শই নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বে জড়িয়ে পড়ছে দুই দল। তবে আজকের মতো বড় সংঘর্ষ আগে হয়নি বলেও জানাচ্ছেন ছাত্রছাত্রীরা।

এই ঘটনায় কলেজের অধ্যক্ষের প্রতিক্রিয়া, ‘‘কলেজের মধ্যে গোলমাল হয়েছে খবর পেয়েছি। আমি কলেজে নেই। তবে খোঁজ-খবর নিচ্ছি।’’ এলাকার তৃণমূল বিধায়ক আশিস চক্রবর্তী সমস্ত ব্যাপারটাকেই ‘ছাত্রদের মধ্যে ছোট ভুল বোঝাবুঝি’ বলে ব্যখ্যা করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন