Tripura

Tripura TMC: মিছিলের বদলে তৃণমূলের যোগদান মেলা হল ত্রিপুরায়

যোগদান মেলায় ত্রিপুরার কংগ্রেস নেতা বিপটু চক্রবর্তী তাঁর ৫২৮ জন অনুগামী নিয়ে তৃণমূলে যোগ দেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২১ ১৯:৩৬
Share:

আগরতলায় কংগ্রেস নেতা বিপটু চক্রবর্তী-সহ ৫২৮ জন যোগ দিলেন তৃণমূলে। নিজস্ব চিত্র।

মিছিলের বদলে তৃণমূলে যোগদান মেলা হল ত্রিপুরায়। বুধবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক মিছিলের কর্মসূচি ছিল তাদের। কিন্তু আদালতের রায়ে মিছিলের অনুমতি না মেলায় মঙ্গলবার রাতে নিজের ত্রিপুরা সফর স্থগিত করে দেন অভিষেক। তাই বিকল্প রাজনৈতিক কর্মসূচি হিসেবে আগরতলার এক হোটেল যোগদান মেলা অনুষ্ঠিত হয়। যোগদান মেলায় অংশ নেন রাজ্যসভার সাংসদ শান্তনু সেন, তৃণমূলের নেত্রী সুস্মিতা দেব প্রমূখ।

যোগদান মেলায় ত্রিপুরার কংগ্রেস নেতা বিপটু চক্রবর্তী তাঁর ৫২৮ জন অনুগামী নিয়ে তৃণমূলে যোগ দেন।

ত্রিপুরায় প্রদেশ তৃণমূলের সভাপতি আশিসলাল সিংহ যোগদান মেলাকে বিকল্প কর্মসূচি মানে নারাজ। তিনি বলেন, ‘‘মিছিল কর্মসূচির বিকল্প হিসেবে এই যোগদান মেলা অনুষ্ঠিত হয়নি। এই কর্মসূচি আগে থেকেই স্থির ছিল। সেই মতোই যোগদান কর্মসূচি হল।’’ তিনি আরও বলেন, ‘‘সর্বভারতীয় সাধারণ সম্পাদক সময় দিলেই আবার আমরা মিছিল কর্মসূচি নেব।’’ আগামী দিনে বিভিন্ন রাজনৈতিক দল থেকে তৃণমূলে যোগদান অব্যাহত থাকবে বলেই জানিয়েছেন আশিস।

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন