নতুন প্রার্থীদের টেট নিজের জেলাতেই

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের পরীক্ষা (টেট)-য় প্রার্থী এ বার দু’রকম। নতুন ও পুরনো। দুই ধরনের আবেদনকারীর জন্যই পরীক্ষা কেন্দ্র ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পুরনো প্রার্থীদের পরীক্ষা দিতে হবে পুরনো কেন্দ্রেই। আর নতুন সব প্রার্থী যাতে নিজেদের জেলায় পরীক্ষা দিতে পারেন, পর্ষদ সেই ব্যবস্থাই করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৫ ০৩:১৫
Share:

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের পরীক্ষা (টেট)-য় প্রার্থী এ বার দু’রকম। নতুন ও পুরনো। দুই ধরনের আবেদনকারীর জন্যই পরীক্ষা কেন্দ্র ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পুরনো প্রার্থীদের পরীক্ষা দিতে হবে পুরনো কেন্দ্রেই। আর নতুন সব প্রার্থী যাতে নিজেদের জেলায় পরীক্ষা দিতে পারেন, পর্ষদ সেই ব্যবস্থাই করেছে।

Advertisement

৩০ অগস্ট রাজ্য জুড়ে ৫২০০টি পরীক্ষা কেন্দ্রে টেট নেওয়া হবে। পরীক্ষার কেন্দ্র খুঁজতে প্রার্থীরা যাতে হয়রান না-হন, সেই জন্য আগেভাগে ওয়েবসাইটে সেই সব কেন্দ্রের হদিস দেওয়া হচ্ছে। পর্ষদ-সভাপতি মানিক ভট্টাচার্য বুধবার জানান, যে-সব পরীক্ষার্থী ২০১৫ সালে নতুন করে ফর্ম পূরণ করেছেন, তাঁরা সেই
ফর্মের সঙ্গেই অ্যাডমিট কার্ড পেয়ে গিয়েছেন। ওই অ্যাডমিট কার্ডে নয় সংখ্যার রোল নম্বর দেওয়া আছে। www.wbresults.nic.in ওয়েবসাইটে গিয়ে প্রার্থীরা সেই রোল নম্বর উল্লেখ করলেই নিজেদের পরীক্ষা কেন্দ্রের ঠিকানা পেয়ে যাবেন। পরীক্ষা কেন্দ্রের হালহকিকত নিয়ে বিভ্রান্তি এড়াতে এ বার নিকটস্থ থানার নামও দেওয়া থাকবে ওয়েবসাইটে। নতুন সব পরীক্ষার্থীর পরীক্ষা কেন্দ্র দেওয়া হয়েছে তাঁদের নিজের জেলাতেই।

২০১২-র যে-সব পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড রয়েছে, তাঁদের অ্যাকনলেজমেন্ট স্লিপ নিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল আগেই। সেই অ্যাকনলেজমেন্ট স্লিপে তাঁদের পরীক্ষা কেন্দ্রের নাম-ঠিকানা দেওয়া আছে বলে জানান মানিকবাবু। পুরনো পরীক্ষা কেন্দ্রেই তাঁদের পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার দিন অ্যাকনলেজমেন্ট স্লিপ-সহ অ্যাডমিট কার্ড এবং তার দু’টি প্রতিলিপি নিয়ে তাঁদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হবে।

Advertisement

এ ছাড়া যাঁরা ২০১৪ সালে ব্যাঙ্কের মাধ্যমে চালান নিয়েছিলেন, তাঁদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে সেই আসল অ্যাডমিট কার্ড এবং তার প্রতিলিপির উপরে নিজেদের ছবি লাগিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে। সেই অ্যাডমিট কার্ডেও পরীক্ষা কেন্দ্রের নাম-ঠিকানা দেওয়া আছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন