State News

লড়াই কঠিন হলেও একসঙ্গে লড়তে হবে, আহ্বান মমতার

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের ধারণা, নাগরিকত্ব আন্দোলনের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য তাৎপর্যপূর্ণ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২০ ০১:১১
Share:

শ্রদ্ধা: আন্তর্জাতিক ভাষা দিবসের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দেশপ্রিয় পার্কে। ছবি: স্বাতী চক্রবর্তী

ভাষা দিবসের মঞ্চকে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ব্যবহার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তিনি বলেন, ‘‘ভাষার প্রতি সম্মান জানানো তখনই সার্থক যখন দেশের বৈচিত্রের মধ্যে ঐক্য রক্ষা করা হয়।’’

Advertisement

ভাষা আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এদিন দেশপ্রিয় পার্কের ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘জন্মভূমিই আমাদের মাতৃভূমি। সেই মা’কে ছিন্নভিন্ন করে, তার আঁচল টেনে ছিঁড়ে দিয়ে কারও ভাল হয় না।’’ তারপরই তাঁর বক্তব্য, ‘‘সেই আঁচলের নীচেই আমরাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। সে লড়াই যত কঠিনই হোক।’’

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের ধারণা, নাগরিকত্ব আন্দোলনের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য তাৎপর্যপূর্ণ। এদিনই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে নিজের লেখা একটি কবিতা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি লিখেছেন, ‘একুশে মানেই তোমার আমার বেঁচে থাকার অধিকার।’

Advertisement

আরও পড়ুন: ইস্ট-ওয়েস্টের কৃতিত্ব মমতাকে দিয়ে হোর্ডিং সল্টলেক জুড়ে, ফের বিতর্ক

এদিনের মঞ্চ থেকেই দেশের বৈচিত্র রক্ষায় ‘ইউনাইটেড ইন্ডিয়া’ অটুট রেখে ঐক্যবদ্ধ লড়াইয়েরও ডাক দেন মমতা। তাঁর সঙ্গে সভাস্থলে এসেছিলেন ‘স্বরাজ- অভিযান’ পার্টির নেতা যোগেন্দ্র যাদব। মমতার সঙ্গে দেখা করতেই এদিন কলকাতায় আসেন যোগেন্দ্র। সূত্রের খবর, এনপিআর, সিএএ এবং এনআরসি’র বিরুদ্ধে নাগরিকত্ব আন্দোলন চালিয়ে যাওয়া নিয়ে কথা হয়েছে দু’জনের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন