শিশু পাচার

বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমে তদন্ত দাবি

সমস্ত বেসরকারি হাসপাতাল এ নার্সিং হোমকে তদন্তের অধীনে নিয়ে আসার জন্য সরকারের উপরে চাপ সৃষ্টি করতে চাইছেন শিশু পাচার নিয়ে তদন্ত কমিটিতে বিরোধী দলের দুই সদস্য আব্দুল মান্নান ও সুজন চক্রবর্তী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৬ ০৩:১৩
Share:

সমস্ত বেসরকারি হাসপাতাল এ নার্সিং হোমকে তদন্তের অধীনে নিয়ে আসার জন্য সরকারের উপরে চাপ সৃষ্টি করতে চাইছেন শিশু পাচার নিয়ে তদন্ত কমিটিতে বিরোধী দলের দুই সদস্য আব্দুল মান্নান ও সুজন চক্রবর্তী। বিরোধীদের মুখ বন্ধ করার জন্যই কৌশলে তাঁদের তদন্ত কমিটিতে রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারের উদ্দেশ্য নিয়ে এখনই কোনও বিরূপ মন্তব্য না করেও মান্নানেরা তদন্ত নিয়ে কিছু দাবি জানাচ্ছেন। তদন্তের শর্তাবলি কী হবে, সরকার অবশ্য এখনও তা ঘোষণা করেননি। কমিটির চেয়ারম্যান পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, শর্তাবলি ঠিক করবেন মুখ্যসচিব।

Advertisement

বিরোধী দলনেতা মান্নানের বক্তব্য, ‘‘সত্য উদ্ঘাটন করতে বেসরকারি হাসপাতাল ও নার্সিং হোমের শিশু-পাচার নিয়ে যেমন তদন্ত করা উচিত, তেমনই তাদের পরিষেবা নিয়েও তদন্ত হওয়া দরকার।’’ দীর্ঘ দিন ধরেই রাজ্য জুড়ে শিশু-পাচার হচ্ছে, এই অভিযোগ তুলে মান্নান বলেন, ‘‘স্বাস্থ্য দফতর, পুলিশ ও রাজনৈতিক দলের স্থানীয় নেতাদের ভূমিকা কী, তা নিয়েও তদন্ত হওয়া দরকার।’’ বাম পরিষদীয় দলের নেতা সুজনবাবুও প্রায় একই সুরে বলেছেন, ‘‘সব কিছু নিয়েই তদন্ত হওয়া দরকার।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন