State news

মমতার বিমান চক্কর, ষড়যন্ত্রের অভিযোগ তৃণমূলের

বিমান-বিভ্রাট আসলে মুখ্যমন্ত্রীকে খুনের ছক! বুধবার রাতে মুখ্যমন্ত্রীর বিমান-বিভ্রাটের ঘটনায় এ ভাবেই চক্রান্তের গন্ধ পেলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ণমন্ত্রী ফিরহাদ হাকিম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৬ ২২:৫৬
Share:

ফাইল চিত্র।

বিমান-বিভ্রাট আসলে মুখ্যমন্ত্রীকে খুনের ছক! বুধবার রাতে মুখ্যমন্ত্রীর বিমান-বিভ্রাটের ঘটনায় এ ভাবেই চক্রান্তের গন্ধ পেলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ণমন্ত্রী ফিরহাদ হাকিম।

Advertisement

এ দিন পটনা বিমানে কলকাতা ফেরার সময় হয়রানির শিকার হন মুখ্যমন্ত্রী এবং তাঁর সঙ্গে থাকা সাংসদ মুকুল রায়, ফিরহাদ হাকিম ও অন্যান্যরা। অবতরণের অনুমতি না মেলায় বেশ কিছু ক্ষণ আকাশেই চক্কর কাটতে হয় ওই বিমানটিকে। অনেকটা সময় আকাশে থাকায় বিমানের জ্বালানিও বেশ কমে এসেছিল। সেই ঘটনাতেই মুখ্যমন্ত্রীকে খুনের চক্রান্তের হদিস পেয়েছেন ফিরহাদ হাকিম। তাঁর অভিযোগ, ‘‘এটা কোনও স্বাভাবিক ঘটনা নয়। পাইলট বারবার জ্বালানি ফুরিয়ে গিয়েছে জানানো সত্ত্বেও বিমানটি আধঘণ্টার ওপর আকাশে চক্কর কাটে। ক্রাশ ল্যান্ডিং হবে বলে পুরো ব্যবস্থা করা ছিল। দমকল থেকে সমস্ত জরুরি পরিষেবা তৈরি ছিল। এর থেকেই ষড়যন্ত্রটা পরিষ্কার হয়ে যায়। বিমানে আমাদের সঙ্গে সাধারণ মানুষেরা ছিলেন। আমাদের খুন করতে চাইছেন কিন্তু সাধারণ মানুষের জীবন নিয়ে এমন করছেন কেন?’’ ডিজিসিএ-র সঙ্গে যোগাযোগ করলে এ দিন জানা যায়, এ দিন এটিসি-র সঙ্গে পাইলটের কথোপথনের যে টেপ তা শোনা হবে।

আরও পড়ুন : কম জ্বালানি নিয়ে আধ ঘণ্টা চক্কর কাটতে হল মমতার বিমানকে

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement