দোলেও কাটছে না বৃষ্টির আশঙ্কা

বসন্তের উৎসব কি বৃষ্টিতে ভিজবে? আশ্বাস দিচ্ছে না হাওয়া অফিস! গত বৃহস্পতিবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বদলে গিয়েছে আবহাওয়া। রোজই দুপুরে বা বিকেলে দফায় দফায় বৃষ্টি হয়েছে। দমকা হাওয়াও বয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মার্চ ২০১৭ ০২:৪৭
Share:

গুলাল: রং খেলায় মেতেছে খুদেও। শনিবার বড়বাজারে ফাল্গুন উৎসবে। ছবি: স্বাতী চক্রবর্তী।

বসন্তের উৎসব কি বৃষ্টিতে ভিজবে? আশ্বাস দিচ্ছে না হাওয়া অফিস!

Advertisement

গত বৃহস্পতিবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বদলে গিয়েছে আবহাওয়া। রোজই দুপুরে বা বিকেলে দফায় দফায় বৃষ্টি হয়েছে। দমকা হাওয়াও বয়েছে। ঘোর ফাল্গুনে এমন বর্ষার আমেজ দেখে সোশ্যাল নেটওয়ার্কে শুরু হয়েছে, ‘বসন্ত ভেসে গেছে’ গোছের রসিকতাও।

শনিবারও আকাশ মেঘলা থেকেছে। সন্ধ্যায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিও হয়েছে। মহানগরের কিছু কিছু এলাকায় জল জমে যায়। রেডার চিত্র বিশ্লেষণ করে আবহবিদেরা জানান, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে তৈরি হওয়া বজ্রগর্ভ মেঘ থেকেই এই বৃষ্টি। তিন দিন ধরে এমন বৃষ্টির পরে অনেকেই তাই প্রশ্ন করছেন, আজ, দোলের দিনে কেমন আবহাওয়া থাকবে?

Advertisement

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস বলছেন, ‘‘বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। তবে একেবারে যে হবে না, তা জোর দিয়ে বলা যাচ্ছে না। দক্ষিণবঙ্গের বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতেই পারে।’’ আবহবিদেরা জানাচ্ছেন, দক্ষিণবঙ্গের বাতাসে ভরপুর জলীয় বাষ্প রয়েছে। বাতাস গরম হলেই বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। তা থেকেই বৃষ্টি হচ্ছে।

আবহবিদেরা জানাচ্ছেন, এই মেঘবৃষ্টির পালা অবশ্য আর বেশি দীর্ঘায়িত হবে না বলেই মনে হচ্ছে। কাল, সোমবার হোলির দিন থেকেই আকাশে মেঘের আনাগোনা কমতে পারে। আবহবিজ্ঞানীরা এ-ও বলছেন, আকাশে মেঘ কমলেই বাড়বে গরমের দাপট। চৈত্রের শুরুতেই তাই অস্বস্তি সইতে হতে পারে দক্ষিণবঙ্গবাসীকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement