এনবিএ নিয়ে এগোচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়

ন্যাশনাল বোর্ড অব অ্যাক্রেডিটেশন (এনবিএ)-এর স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিংয়ের বিভাগগুলির মধ্যে সিংহ ভাগই রাজি বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর। স্বীকৃতি পাওয়ার প্রক্রিয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আগামী ফ্যাকাল্টি কাউন্সিলের বৈঠকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০১৯ ০৫:৫১
Share:

ন্যাশনাল বোর্ড অব অ্যাক্রেডিটেশন (এনবিএ)-এর স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিংয়ের বিভাগগুলির মধ্যে সিংহ ভাগই রাজি বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর। স্বীকৃতি পাওয়ার প্রক্রিয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আগামী ফ্যাকাল্টি কাউন্সিলের বৈঠকে।

Advertisement

অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (এআইসিটিই) গোটা দেশেই ইঞ্জিনিয়ারিংয়ের পাঠ্যক্রমে এনবিএ-র অনুমোদন বাধ্যতামূলক করেছে।

যাদবপুরের সেই অনুমোদন নেই বলে যাদবপুর থেকে পাশ করা কুয়েতে চাকরিরত ইঞ্জিনিয়ারেরা অসুবিধায় পড়েছেন। এ নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উদ্যোগী হলেও তাতে স্বাধিকারের প্রশ্ন তুলে আপত্তি জানিয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ। সূত্রের খবর, এর পাশাপাশি ১৪টি বিভাগের মধ্যে সিভিল ও প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ কিছু প্রশ্ন তুলেছে। শনিবার ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন চিরঞ্জীব ভট্টাচার্য জানান, প্রথমে তাঁরা স্নাতক স্তরের কোর্সের মূল্যায়নের জন্য আবেদন করবেন বলে তিনি জানান।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন