State News

কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে সায় আচার্যের

২৮ জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে সাম্মানিক ডিলিট দেওয়া হবে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২০ ০৬:২০
Share:

ছবি: পিটিআই।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন সংক্রান্ত ফাইলে অনুমোদন দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। ২৮ জানুয়ারি ওই সমাবর্তনে সাম্মানিক ডিলিট দেওয়া হবে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে। বিশ্ববিদ্যালয় এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পরে তা আচার্য-রাজ্যপালের অনুমোদনের জন্য পাঠিয়েছিল। রাজ্যপালকে অন্ধকারে রেখে বিশ্ববিদ্যালয় এত বড় সিদ্ধান্ত নিল কেন, সেই প্রসঙ্গে কিছু পদ্ধতিগত প্রশ্ন তোলেন রাজ্যপাল। উপাচার্যের ব্যাখ্যাও তলব করেছিলেন। যদিও রাজভবনের দাবি, এ বিষয়ে রাজ্যপালের কোনও বক্তব্য ছিল না। বিতর্ক না-বাড়িয়ে আচার্য ওই ফাইলে সায় দিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন