State news

আজ ৪০০টি জেলায় জেল ভরো কর্মসূচি বামপন্থী সংগঠনগুলির

দেশের মোট ৪০০টি জেলায় মধ্যে এ রাজ্যের সব জেলাগুলিতেই এই কর্মসূচি চলছে। বৃহস্পতিবার দুপুর দু’টোয় কলকাতা পুরসভার সামনে জমায়েত করবে বামেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৮ ১৩:৪১
Share:

প্রতীকী ছবি।

পশ্চিমবঙ্গ-সহ দেশজুড়ে ৪০০টি জেলায় বৃহস্পতিবার জেল ভরো কর্মসূচির ডাক দিয়েছে বামপন্থী সংগঠনগুলি।

Advertisement

সম কাজে সম বেতন, সব শ্রমিকের মাসিক ন্যূনতম ৩০০০ টাকা পেনশন, কৃষকদের সামাজিক সুরক্ষা, পেট্রল-ডিজেল-কেরোসিন-রান্নার গ্যাসের মূল্য কমানো-সহ একাধিক দাবি নিয়ে অনেকগুলো বামপন্থী সংগঠন এই কর্মসূচির ডাক দিয়েছে।

দেশের মোট ৪০০টি জেলায় মধ্যে এ রাজ্যের সব জেলাগুলিতেই এই কর্মসূচি চলছে। বৃহস্পতিবার দুপুর দু’টোয় কলকাতা পুরসভার সামনে জমায়েত করবে বামেরা। এ ছাড়া জেল ভরো কর্মসূচিতে ডায়মন্ড হারবারে নেতৃত্ব দেবেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। বিকেল ৩টেয় উত্তর ২৪ পরগনার ডিএম অফিসের সামনে, হাওড়ার উলুবেড়িয়া স্টেশনের কাছেও জমায়েত হবে। এ দিন বেলা ১১টায় দিল্লিতে সংসদ ভবনের কাছেও জমায়েত হয়। তাতে উপস্থিত ছিলেন সর্বভারতীয় কৃষকসভার সাধারণ সম্পাদক, সিপিএমের পলিটব্যুরো সদস্য হাসান মোল্লা।

Advertisement

আরও পড়ুন: বাংলা ও অসমে জেহাদের ছক ছিল কওসরের, বিস্মিত তদন্তকারীরা!

এই কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়ানোর আশঙ্কা করেছিলেন সিপিএমের নেতারা। রাজ্যের অন্যান্য প্রান্ত থেকে এখনও পর্যন্ত তেমন কোনও ঝামেলার খবর নেই। তবে সি পিএম-এর দক্ষিণ ২৪ পরগণা জেলা কমিটির সম্পাদক শমীক লাহিড়ী অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ডায়মন্ডহারবারে জেল ভরো কর্মসূচি বাতিলের চেষ্টা চালিয়েছে পুলিশ। তিনি বলেন, ‘‘ভাইপোর নির্দেশ পেয়ে কাল সারা রাত পুলিশ ডায়মন্ডহারবারে পার্টি নেতাদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়েছে আজ জেল ভরো কর্মসূচি বাতিল করার জন্য। রাতে ডায়মন্ডহারবার শহরে লাগানো সব ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়েছে পুলিশ। আজ জেল ভরো কর্মসূচিকে ওরা ভয় পেয়েছে। কর্মসূচি হবেই।’’

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার খবর এবং বাংলার বিভিন্ন প্রান্ত থেকে বাংলায় খবর পেতে চোখ রাখুন আমাদের রাজ্য বিভাগে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন